বিয়ানীবাজার সরকারী কলেজে ছাত্রলীগের দু’গ্রুপে মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া

সিলেট অফিস :: বিয়ানীবাজার সরকারি কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় কলেজের সামনের সমবায় মার্কেটে পার্কিং করে রাখা একটি পিকআপ গাড়ির গ্লাস ভাংচুর করা হয়েছে।

এ ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় ছাত্রলীগের পল্লব সমর্থিত গ্রুপ ও স্বাধীন গ্রুপের মধ্যে এ ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। তবে কী কারণে এ ঘটনা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া চলাকালে ছাত্রলীগ নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে মহড়া চালায়। এসময় দু’পক্ষের মধ্যে ইট পাটকেল নিক্ষেপ ও ভাংচুরের ঘটনা ঘটেছে। খবর পেয়ে বিয়ানীবাজার থানার একদল পুলিশ সেখানে উপস্থিত ছিল।

এ রিপোর্ট লেখা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক করতে বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদুল হক কলেজে অবস্থান নিয়েছেন।

Advertisement