বিয়ের প্রলোভন দেখিয়ে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১

ব্রিট বাংলা ডেস্ক : পটুয়াখালীর বাউফলে বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগে মিরাজ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে বাউফল থানায় শিশু ও নারী নির্যাতন আইনে মামলা দায়েরের পর শুক্রবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, সূর্যমনি ইউনিয়নের ইন্দ্রকূল গ্রামের বাসিন্দা আবদুর রবের ছেলে মিরাজ নাজিরপুরের তালতলি দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রীর সঙ্গে মুঠোফোনে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। বুধবার বিকালে মিরাজ ওই ছাত্রীকে মুঠোফোনে নুরাইপুর বাজারে আসতে বললে কিশোরী তার ডাকে সাড়া দেয়। এ সময় ওই কিশোরীকে শীতের পোশাক কিনে দিয়ে রাতে নিজের আখড়ায় নিয়ে যান মিরাজ। সেখানে তাকে রাতভর ধর্ষণ করেন তিনি। পরে বৃহস্পতিবার সকালে মিরাজ ওই কিশোরীকে একটি রিকশায় তুলে দেন। পরে বাড়ি ফিরে দুপুরে ওই কিশোরী মাকে ধর্ষণের ঘটনা খুলে বলেন। পরে মা রাতে বাউফল থানায় নারী ও শিশু নির্য়াতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় মামলার পর আসামি মিরাজকে গ্রেপ্তার করা হয়েছে।

Advertisement