বীর মুক্তিযুদ্ধা আব্দুল মুকিত চৌধুরীর ইন্তেকাল

ব্রিট বাংলা রিপোর্ট:বাংলা কাগজের ম্যানচেস্টার ব্যুরো প্রধান গাউছুল ঈমাম চৌধুরী সুজনের পিতা চুনারুঘাট সদরের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা আব্দুল মুকিত চৌধুরী (সুফি মিয়া চেয়ারম্যান) ম্যানচেস্টার রয়েল ইনফামারি হাসপাতালে সোমবার দুপুর ১: ৪৫ মিনিটে মৃত্যুবরণ করেন(ইন্না …………রাজিউন)

মরহুমের মৃত্যুতে বাংলা কাগজ পরিবার গভীর শোক প্রকাশ করছে ৷

মরহুমের পরিবারের প্রতি গভীর শোক সমবেদনা প্রকাশ করেছে ব্রিটবাংলার এডিটর কামাল মেহেদী,নিবার্হী সম্পাদক আহাদ চৌধুরী বাবু,ব্যবস্থাপনা সম্পাদক ও লন্ডন বাংলা প্রেস ক্লাবের ট্রেজারার আ স ম মাসুম সহ ব্রিটবাংলা পরিবার ৷

Advertisement