বীর মুক্তিযোদ্ধা, অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল মতিন চৌধুরীর ইন্তেকাল

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা, অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল মতিন চৌধুরী (৯২) আর নেই।

সোমবার (২০ মে) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি—-রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

তিনি পতনঊষার ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান সেলিম আহমদ চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী আতিকুর রহমান চৌধুরী ও যুক্তরাজ্য জাসাস ও বিএনপি নেতা, একাউন্টেন্ট তরিকুর রশীদ চৌধুরী শওকত এর পিতা।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। বুধবার (২২ মে) বেলা ২.৩০ ঘটিকায় নিজ বাড়ি সংলগ্ন মাঠে জানাজার নামাজ শেষে গ্রাম্য কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।

তার মৃত্যুতে সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, সাপ্তাহিক জনমতের পলিটিক্যাল এডিটর লেখক সাংবাদিক ইসহাক কাজল, ব্রিট বাংলার নির্বাহী সম্পাদক আহাদ চৌধুরী বাবু,এলবি টিভির আলাউর খাঁন শাহীন,আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

Advertisement