বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. দেলোয়ার হোসেন (৭৪) মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।বৃহস্পতিবার সকাল ৭টায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। জানা যায়, সাবেক এমপি দীর্ঘদিন কিডনি রোগে ভুগছিলেন। তিনি ১৯৯৩ সালে বরগুনা সদরে আয়লা পাতাকাটা ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৮৭ সালে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। ২০০১ সালে নৌকার বিদ্রোহী হয়ে নির্বাচন করে জয়লাভ করেন। সর্বশেষ ২০১৭ সালে বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। ২০০১ সালে দলের বিপক্ষে নির্বাচন করার কারণে আওয়ামী লীগ থেকে বহিষ্কার হন। তার মৃত্যুতে বরগুনা-১ আসনের সংসদ সদস্য ও বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর কবীর, পৌর মেয়র মো. কামরুল আহসান মহারাজ, বরগুনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার টুকু গভীর শোক জানিয়েছেন। পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে বরগুনা সার্কিট হাউস ময়দানে জানাজা অনুষ্ঠিত হবে। পরে বরগুনা গণকবরে দাফন করা হতে পারে। তার গ্রামের বাড়ি বরগুনা সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের গাবতলী।
বীর মুক্তিযোদ্ধা মো. দেলোয়ার হোসেনের ইন্তেকাল
Advertisement