সিলেট অফিস : বীর মুক্তিযোদ্ধা ও বিয়ানীবাজার মুক্ত দিবসে বিয়ানীবাজার পুলিশ স্টেশনে প্রথম লাল সবুজের পতাকা উত্তোলনকারী বিয়ানীবাজারের পুরুষপাল গ্রামের সন্তান সফিকুল ইসলামের ৭০ তম জন্ম বার্ষিকী পালন করেছে এলাকাবাসী। সোমবার রাতে এলাকার সর্বস্থরের মানুষ ও সুধী জনের উপস্থিতিতে কেক কর্তন করেন বীর মুক্তিযোদ্ধা সফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেন্টারের সহ-সভাপতি দানবীর মুহিবুর রহমান মুহিব, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সফিকুল ইসলাম, সিলেট সিপি কর্পোরেশনের কাউন্সিলর সালেহ আহমদ সেলিম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দেওয়ান মকসুদুল ইসলাম আওয়াল, বিয়ানীবাজার থানার ওসি অবণী শংকর কর, জালালাবাদ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমিনুল হক জিুল, যুক্তরাজ্য প্রবাসী আব্দুর রহিম শামীম, কামাল উদ্দিন, চ্যানেল এস এর সিনিয়র স্টাফ রিপোর্টারএম. হাসানুল হক উজ্জ্বল, সমকাল প্রতিনিধি আহমদ ফয়সল, শেরপুর ওয়েল ফেয়ার ট্রাস্ট এর সভাপতি সৈয়দ ছাদেক আহমদ, আব্দুল ওদুদ দীপক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, আব্দুল কাহির ফজলু, হাজী ফখর উদ্দিন, ইমরান আহমদ, জসিম উদ্দিন, দেলওয়ার হোসেনসহ আরো অনেকে।