বুড়িগঙ্গায় ওয়াটার বাসডুবি, ৪ জনের লাশ উদ্ধার

রাজধানীর সদরঘাট এলাকার বুড়িগঙ্গা নদীতে যাত্রীসহ একটি ওয়াটার বাস ডুবে গেছে। উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এবং কোস্ট গার্ডের ডুবুরি দল। রোববার (১৬ জুলাই) রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪ জনের লাশ এবং ৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।রাত ৯টার দিকে ফায়ার সার্ভিস ও ডিফেন্স অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাজাহান সরদার এ তথ্য নিশ্চিত করেন।তিনি বলেন, ৮টা ১৫ মিনিটে আমাদের কাছে খবর আসে কেরানীগঞ্জ থানাধীন বুড়িগঙ্গা নদীর তেলঘাট এলাকায় একটি ওয়াটার বাস যাত্রীসহ ডুবে যায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সদরঘাট ফায়ার স্টেশনের ২টি ও সিদ্দিকবাজার থেকে ১টি ইউনিট ডুবুরিসহ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। এটি তীরের কাছাকাছি ডুবেছে বলে ধারণা করা হচ্ছে। অধিকাংশ লোক তীরে উঠে গেছে।এদিকে, মিডফোর্ডের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল রশিদ উন নবী গণমাধ্যমকে বলেন,এখন পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে, পুলিশ লাশ হস্তান্তর শুরু করেছে।’

Advertisement