বুস্টার ডোজ নেওয়া ‘যিশু খ্রিস্টের শিক্ষার’ সঙ্গে সামঞ্জস্যপূর্ণ: বরিস জনসন

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন দেশটির জনগণকে করোনাভাইরাসের টিকার বুস্টার ডোজ নিতে আগ্রহী করে তুলতে যিশু খ্রিস্টের শিক্ষার প্রসঙ্গ তুলে এনেছেন। বড়দিন উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি বলেছেন, গত বছরের চেয়ে এবারের উৎসব ভালো হবে। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এখবর জানিয়েছে।ডাউনিং স্ট্রিটে রেকর্ড করা ভিডিও বার্তায় বরিস জনসন টিকা ও বুস্টার ডোজ নেওয়া মানুষদের প্রশংসা করেছেন। তিনি বলেছেন, সর্বোপরি আমাদের নিজেদের যেমন ভালোবাসতে হবে তেমনি আমাদের প্রতিবেশীকেও ভালোবাসতে হবে। এটি হলো যিশু খ্রিস্টের শিক্ষা, যার জন্মদিন এই উৎসবের প্রাণ।ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, মহামারির অবসান হয়েছে তা তিনি বলতে পারছেন না। তবে ইঙ্গিত করেছেন, গত বছরের চেয়ে এবার বেশি মানুষ নিজেদের পরিবারের সঙ্গে বড়দিন উদযাপন করতে পারবেন।তিনি বলেন, এই বছর যদি আপনাদের বড় টার্কি ও বেশি বাসন মাজতে হয় তাহলে সব ঠিক আছে। কারণ এসব রীতির তাৎপর্য গভীর। আমি আশা করি মানুষ এবার গত বছরের চেয়ে বেশি উপভোগ করবেন।যুক্তরাজ্যে ওমিক্রন ভ্যারিয়েন্টের বিস্তারে সংক্রমণ বেড়ে যাওয়াতে বড়দিন উৎসবের আগে সরকার নতুন করে বিধিনিষেধ জারি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল। তবে জনসনের মন্ত্রিসভার সদস্যরা অপেক্ষা ও তথ্য পর্যালোচনার সিদ্ধান্ত নেন।

Advertisement