আবার অনেকে এখনও এধরনের চিঠি পাননি বলে জানিয়েছেন। তবে যে কেউ আদমশুমারির বিষয়ে চাইলে ০৭৩০৫০৪৭৫৪৬ এই নাম্বারে ফোন করে সহযোগিতা নিতে পারেন।
চারটি দেশের সমন্বয়ে যুক্তরাজ্য বা বৃটেন হলেও ইংল্যান্ডেই বেশি লোক বসবাস করে। এছাড়া দেশটির লন্ডনে (রাজধানী) বেশির ভাগ বাংলাদেশী বসবাস করার পাশাপাশি বহু জাতির লোক বসবাস করেন এখানে। আদমশুমারিতে সব দেশের লোকদেরই রেজিস্ট্রেশন করতে হবে। তবে টুরিস্টদের জন্য প্রযোজ্য নয়। টুরিস্ট ভিসায় এসে তিন মাসের অধিক সময় ধরে বসবাস করলেও আপনি আদমশুমারিতে রেজিস্ট্রেশন করতে পারবেন। একটি দেশের জনসংখ্যার পরিমাণ, আয়, পুরুষ-মহিলা, বয়সসহ বিভিন্ন বিষয় বিবেচনা করেই সরকার আগামী ১০ বছরের পরিকল্পনা গ্রহণ করে থাকে। মানি সেভিং এক্সপাটের (ইমএমএস) প্রতিষ্ঠাতা মার্টিন লুইস বলেন, আদমশুমারিতে অংশ গ্রহণ না করা ও ভুয়া তথ্য দেয়া একটি অপরাধ, এই কারণে আপনাকে এক হাজার পাউন্ড জরিমানা করা হতে পারে।