বিরল জিনগত সমস্যার কারণে ৫ মাসের একটি শিশু ‘পাথর হয়ে যাচ্ছে’ বলে জানিয়েছেন তার বাবা-মা। ছোট্ট এই শিশুর নাম লেক্সি রবিনস। চিকিৎসকরা বলছেন, প্রতি ২০ লাখ মানুষের মধ্যে একজন এই সমস্যায় আক্রান্ত হন। তারা বলছেন, এই রোগের কোনও চিকিৎসা নেই। খবর টাইমস নাউ নিউজের।যুক্তরাজ্যের হার্টফোর্ডশায়ারের হেমেল হেম্পস্টিডের বাসিন্দা অ্যালেক্স এবং ডেভের সন্তান লেক্সির জন্ম হয় ৩১ জানুয়ারি। জন্মের পর থেকেই তার বৃদ্ধাঙ্গুলিতে খুব একটা নড়াচড়া লক্ষ্য করা যায়নি। আর এটা দেখতে ঠিকও মনে হয়নি।পরে ডাক্তারের কাছে নিয়ে গেলে লেক্সির ফাইব্রডিসপ্লাজিয়া ওসিফিক্যান্স প্রগ্রেসিভা (এফওপি) রোগ ধরা পড়ে।
Advertisement