ডিজেবল ব্যাজ পাবেন অটিজম, ডিমেনশিয়া ও মানুসিক রোগিরা : Huge change to Blue Badge scheme

ব্রিটবাংলা ডেস্ক : ডিজেবলদের সুযোগ-সুবিধার ক্ষেত্রে ইউটার্ন করেছে টোরি সরকার। ২০১০ সালে ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন ধরনের বেনিফিট কর্তনের সাথে সাথে ডিজেবল পার্কিং ব্যাজের ক্ষেত্রে কঠোরতা আরোপ করে টোরি সরকার। এ পর্যন্ত প্রায় ২শ ৫০ হাজার মানুষ তাদের ব্যাজ হারিছেন। তবে রোববার এক ঘোষণায় ডিজেবল পার্কিং ব্যাজ নিয়ে ইউটার্ন মেরেছে সরকার।

আগামী বছর থেকে বৃটেনের ডিজেবল পার্কিং ব্যাজ স্কীমে ব্যাপক পরিবর্তনের ঘোষণা দিয়েছে সরকার। এই পরিবর্তনের মাধ্যমে যাদের ডিসজবিলিটি প্রকাশ্যে দেখা যায় না অর্থাৎ অটিজম, ডিমেনশিয়া এবং মানসিক স্বাস্থ্যজনিত বিভিন্ন রোগে ভুগছেন এমন হাজার হাজার মানুষ উপকৃত হবেন বলে ধারণা করা হচ্ছে। এদেরকে হিডেন ডিজেবল বলে অভিহিত করা হয়েছে। ৪০ বছর আগে চালু হওয়া এই স্কীমে এবার অদৃশ্য ডিজেবিলিটিকে গ্রহণযোগ্য করতে যাচ্ছে সরকার।

যদিও কিছু কিছু কাউন্সিলে এই স্কীম এরিমধ্যে চালু হয়েছে। তবে আগামী বছর থেকে পুরো বৃটেনজুড়ে চালু করবে সরকার। নতুন স্কীম চালু হওয়ার প্রথম বছরেই প্রায় ৪৪ হাজার মানুষ উপকৃত হবে বলে মনে করছে সরকার। আর পরবর্তী ১০ বছরে উপকৃত হবেন আরো প্রায় ১শ ৭০ হাজার ৭শ মানুষ।

ট্রান্সপোর্ট মিনিষ্টার জেসা নরমান বলেছেন, এই স্কীমের মাধ্যমে অদৃশ্য ডিজেবিলিটি নিয়ে যারা জীবনযাপন করছেন, তাদের জন্যে এক ধরনের স্বাধীনতা উপহার দেওয়া হবে। যদিও টোরি ক্ষমতায় আসার পর প্রায় দু’শ ৫০ হাজার মানুষ তাদের ডিজেবল ব্যাজ হারিয়েছেন। অফিসিয়াল পরিসংখ্যা অনুযায়ী ২০১১ সাল থেকে গত বছরের ভেতরে ডিজেব্যাল ব্যাজ ব্যবহারীর সংখ্যা ২ দশমিক ৬৪ মিলিয়ন থেকে ২ দশমিক ৩৮ মিলিয়নে এসেছে।

তবে সরকারের নতুন এই স্কীমকে স্বাগত জানিয়েছেন ম্যান্টাল হ্যালথ ক্যাম্পেইনাররা। মানসিক এবং শারিরীক ডিজেবিলিটিকে সমানভাবে দেখার জন্যে তারা দীর্ঘ দিন ধরে দাবী জানিয়ে আসছেন।

ন্যাশনাল অটিসটিক সোসাইটির জেইন হ্যারিস, সরকারের নতুন স্কীমকে স্বাগত জানিয়েছেন। এর মাধ্যমে ইংল্যান্ডের ৬শ হাজার অটিজমে আক্রান্ত মানুষ উপকৃত হবে বলে আশা করছেন তিনি।

 

 

Tens of thousands of people with hidden disabilities such as autism, dementia and mental health conditions are to get blue badge parking permits from next year.

Ministers are trumpeting what they call the biggest overhaul of the scheme in 40 years as they include “invisible” disabilities in eligibility criteria.

Some councils already do this, but today’s announcement will make it common practice across the country.

The government claims it could help an extra 44,000 people in the first year and 177,700 people over 10 years.

Transport minister Jesse Norman said: “This will ensure people with hidden disabilities can enjoy the freedoms many of us take for granted.”

But some branded the decision a U-turn – after the number of blue badge holders plummeted by more than 250,000 since the Tories came to power.

Official figures show the number of valid blue badges in England fell from a 2011 peak of 2.64million to 2.38million last year.

The move was welcomed by mental health campaigners who have long argued for equality with physical disability.

Jane Harris of the National Autistic Society said: “This will make a massive difference to autistic people and their families.

The extended scheme will mean those who cannot face a journey without serious psychological distress will qualify – and that includes some of England’s 600,000 autistic people.

Alzheimer sufferers are often in a world of their own and need to be near shop entrances to keep them out of danger.

 

Advertisement