বৃহস্পতিবার প্রথম রোজা : ইস্ট লন্ডন মসজিদে রাত ১০ টা ৪৫ মিনিটে তারাবী : no sight of Ramadan crescent Tuesday

ব্রিটবাংলা ডেস্ক : সৌদি আরবের আকাশে মঙ্গলবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। এ কারণে বৃহস্পতিবার থেকেই পবিত্র রমজান মাস শুরু হতে পারে বলে আল আরাবিয়ার নিউজ চ্যানেলে প্রচারিত এক সংবাদে জানানো হয়েছে।

সংবাদে বলা হয়েছে, খারাপ আবহাওয়ার কারনে মঙ্গলবার সরাসরি সৌদি আরবের আকাশে চাঁদ দেখতে পারেনি সৌদি চাঁদ দেখা কমিটি। যদিও সন্ধ্যার পরে সৌদি হাই কোর্ট বৈজ্ঞানিক উপায়ে সিদ্ধান্ত নেবে বলে আবর নিউজের এক সংবাদে জানানো হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত চাঁদ দেখার বিষয়ে নতুন কোন সিদ্ধান্ত আসেনি। অর্থাৎ বৃহস্পতিবারেই প্রথম রোজা হচ্ছে।

এদিকে ইউকেতে ধরেই নেওয়া হয়েছে যে বৃহস্পতিবারই হবে প্রথম রমজান। ইউকে ও ইউরোপের সর্ব বৃহৎ মসজিদ- ইস্ট লন্ডন মসজিদ থেকে জানানো হয়েছে বুধবার হবে প্রথম তারাবি। অর্থাৎ বৃহস্পতিবার প্রথম রোজা। ইস্ট লন্ডন মসজিদে রাত ১০টা ৪৫ মিনিট থেকে তারাবি শুরু হবে বলেও জানানো হয়।

 

Saudi moon observers said that there was no sight of Ramadan crescent Tuesday.

The first day of the Islamic holy month of Ramadan will most likely be on Thursday, as Al-Arabiya news channel reported.

The channel said that bad weather and dust made observation difficult. The Saudi Arabian high court is due to look at scientific reports and determine the first day of the holy month.

Muslims around the world are set to mark the month, during which believers abstain from eating, drinking and smoking from dawn until sunset. In the build-up to the announcement, Arab News has taken a look at the role of the crescent moon in the holy month of Ramadan. #arab news#

Advertisement