বেজগ্রাম নবধারা যুব সংঘের উদ্যোগে খাদ্য সামগ্রী ও নগদ আর্থিক অনুদান প্রদান

বিয়ানীবাজারের মাথিউরার ঐতিহ্যবাহি সামাজিক সংগঠন ছোট বেজগ্রাম নবধারা যুব সংঘের উদ্যোগে ও নবধারা যুব সংঘের প্রবাসী সদস্যদের আর্থিক সহযোগিতায় ৭নং মাথিউরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডে ৩৫ টি পরিবারের মধ্যে মাহে রামাদানের খাদ্য সামগ্রী ও নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

গত বুধবার রাতে ঘরে ঘরে এই খাদ্য সামগ্রী পৌছে দেন ক্লাবের সদস্যরা। প্রবাসী সংবাদিক ফয়সল মাহমুদ, সরোয়ার হোসেন, আব্দুল মন্নান,নোমান আহমদ ও সায়েম আহমদের পৃষ্ঠপোষকতায় প্রতিটি খাদ্যসামগ্রীর মধ্যে ছিল পিয়াজ,তেল, ডাল ও চানা।

বেজগ্রাম নবধারা যুব সংঘের সভাপতি আরিফ উদ্দিন বলেন,আমরা প্রতি বছরের ন্যায় এবারও ক্লাবের পক্ষ থেকে রমজান ও করোনা ভাইরাসের কারনে আমরা কয়েকটি পরিবারকে সহায়তা করেছি। বেজগ্রাম নবধারা যুব সংঘের সাধারন সম্পাদক মহিবুল ইসলাম মুক্তা বলেন,আমরা শুধু খাদ্য সামগ্রী বিতরন করিনি , গ্রামের মানুষদের সচেতনতার জন্য লিফলেট বিতরনের পাশাপাশি পরিস্কার পরিচ্ছন্নতা জন্য মানুষদের সর্তক করেছি।

মাথিউরা ইউনিয়নের ইউপি সদস্য হেলাল উদ্দিন বলেন, সরকারের পাশাপাশি ক্লাব থেকে কার্যক্রম পরিচালিত হচ্ছে করোনারোধে তা প্রসংশার যোগ্য ।

Advertisement