বেতার বাংলার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ”আনন্দকে শেয়ার করার জন্য এ ধরনের আয়োজন ।

রেজাউল করিম মৃদা : বিলেতে একমাত্র ২৪ ঘন্টার বাংলা রেডিও বেতার বাংলার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বেতার বাংলার অফিসে। এতে বেতার বাংলার পরিচালনা পরিষদ, কর্মকর্তা, প্রেজেন্টার, শ্রোতা ফোরামের নেতৃবৃন্দসহ অগনিত শ্রোতাদের উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশে ঈদের আমেজ কে ধরে রেখে ঈদ আড্ডায় পরিনত হয়।

অনুষ্ঠানে বেতার বাংলার সিইও নাজিম চৌধুরী উপস্থিত সবাইকে ঈদের শুভেচ্ছা জানান এবং সকল শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।এসময় আরো উপস্থিত ছিলেন বেতার বাংলার চেয়ারম্যান ডা: আব্দুল আওয়াল, ডিরেক্টর শেরোয়ান চৌধুরী, ডিরেক্টর নাসরিন আজিজ ডলি, ডিরেক্টর মোস্তাক আলী বাবুল, শ্রোতা ফোরামের যুগ্ম আহবায়ক আবুল কালাম, সাবেক সভাপতি আবেদ হোসেন অপু প্রমুখ। এ সময় লাইভ সম্প্রচার করা হয়৷

অনুষ্ঠানে” অনেকেই ঈদ শুভেচ্ছা জানিয়ে বলেন বেতার বাংলা একটি কমিউনিটি রেডিও মানুষের ভালবাসার জায়গা তাই প্রতিবছর ঈদের অনুষ্ঠানের পাশাপাশি আমাদের আনন্দকে শেয়ার করার জন্য এ ধরনের আয়োজন ।

ACB#@

Advertisement