বেথনাল গ্রীণএলাকায় বড় ধরণের অগ্নিকান্ড থেকে রক্ষা পেয়েছে একটি বাঙ্গালী পরিবার

আলী আহমেদ বেবুল:বাঙ্গালী অধ্যুষিত পূর্ব লন্ডনের বেথনাল গ্রীণ এলাকায় একটি বড় ধরণের অগ্নিকান্ড থেকে রক্ষা পেয়েছে একটি বাঙ্গালী পরিবার।

আজ বিকালে একটি ফ্লাটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে স্বামী-স্ত্রী দু’জন আহত হয়েছেন।
জানাযায়, বেথনাল গ্রীণ এলাকার ব্যানক্রফট হাউসের চার ফ্লোর বিশিষ্ট ভবনের চতুর্থ ফ্লোরের একটি ফ্লাটে আজ বিকাল আনুমানিক সাড়ে ৩ টার দিকে অগ্নিপাতের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের পর ফ্লাটের স্হানীয় বাসিন্দারা পানি দিয়ে আগুন দমনের চেষ্টা করেন।

পরে ফায়ার ব্রিগেড এসে পুরো আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এতে ঐ পরিবারের স্বামী-স্ত্রী দু’জন আহত হয়েছেন। মহিলার অবস্হা গুরুতর।

তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওয়েলহিটার ভস্মীভূত হয়ে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।

Advertisement