আলী আহমেদ বেবুল :: লেবার পার্টি আগামী নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনগুলোতে ইতোমধ্যে প্রার্থী নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে। বর্তমানে যারা হাউস অব কমন্সের লেবার এমপি আছেন তাদেরকে আগামী নির্বাচনে প্রার্থী হতে হলে তৃণমূল লেবারের সমর্থন আদায় করার বাধ্যতামূলেক ছিল।
কনস্টিটিউন্সি লেবার পার্টি (CLP) এর সদস্যরা ট্রিগার ব্যালটের মাধ্যমে বর্তমান লেবার এমপিকে সংসদীয় আসনে আবার এমপি হিসেবে দেখতে চান কিনা ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের মাধ্যমে মতামত প্রদান করেন।বাঙালী অধ্যুষিত বেথনাল গ্রীণ ও বো আসনের লেবার দলীয় বর্তমান এমপি রুশনারা আলীকে সংসদীয় আসনের ৯ টি ওয়ার্ডের কনস্টিটিউন্সি লেবার পার্টির সদস্যদের ট্রিগার ব্যালটের সম্মুখীন হতে হয়।
ইতোমধ্যে এ আসনের ৯টি ওয়ার্ডের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সকল ওয়ার্ডে রুশনারা আলী নিরঙ্কুশ জয়লাভ করেন।লেবার পার্টির বেথনাল গ্রীণ ও বো আসনের বাঙালী সদস্যরা রুশনারা আলীর জয় নিশ্চিত করতে মূখ্য ভূমিকা পালন করেন।কোন অবস্হাতেই এ আসনে বাঙালির প্রতিনিধিত্ব যাতে হাতছাড়া না হয় তার জন্য ঐক্যবদ্ধ ছিলেন লেবারের বাঙালীর সদস্যরা।
উল্লেখ্য রুশনারা আলী ২০১০ সাল থেকে বেথনাল গ্রীণ ও বো আসনের লেবার দলীয় এমপি।