বেনিফিট নির্ভর তরুনদের নিয়ে টোরি এমপির বেফাঁস মন্তব্য : Tory MP said benefit claimants should be sterilised

ব্রিটবাংলা ডেস্ক : বেনিফিট নির্ভর তরুনদের নিয়ে বেফাঁস মন্তব্য করে ক্ষমা চাইতে হয়েছে ব্রিটেনের ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির নতুন ভাইস চেয়ারম্যান বেন ব্র্যাডলি এমপিকে।

ম্যানসফিল্ডের এই এমপির বয়স মাত্র ২৮ বছর। নতুন বছরের কেবিনেটে রদবদলের সময় তাকে দলের ইয়ুথ শাখার ভাইস চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেন প্রধানমন্ত্রী থেরিজা মে।

এমপি বেন বেনিফিটে থাকা তরুনদের স্ট্যারিলাইজড অর্থাৎ জীবানু বা বেক্টিরিয়া মুক্ত করার কথা বলেন। ২০১২ সালে টোরি সরকারের বেনিফিটক্যাপকে সমর্থন করে তার ব্লগে একটি লেখায় তিনি এই কথা লিখেছিলেন। একই লেখায় তিনি বেনিফিটে থাকা তরুনরা যাতে বাবা হতে না পারে সে জন্যে ভেসেক্টেমি বা অপারেশন করে তাদের বাবা হওয়ার ক্ষমতা হরনের কথাও উল্লেখ করেন।

লালন-পালনে সক্ষম না হলে বাচ্চা না জন্মানোর কথাও তার লেখায় উল্লেখ করেছিলেন এমপি বেন ব্র্যাডলি। যদিও পরে এই লেখা মুছে ফেলা হয়। তবে এই লেখার জন্যে ক্ষমা চেয়েছেন তিনি। রাজনীতি তাকে এখন আগের চাইতে আরো সচেতন করেছে উল্লেখ করে তিনি বলেন, এখন তিনি বুঝতে পারছেন ব্লগের ওই লেখাগুলো যথাযথ ছিল না।

এদিকে শেডো মিনিস্টার ফর ইয়ুথ কেট স্মীথ এক প্রতিক্রিয়ায় জানিয়েছেন, বেকার যুবকদের টোরি কতোটা নীচু করে দেখে এমপি বেনই তার প্রমান। আর তাকেই থেরিজা মে যুব সমাজের প্রতিনিধি হিসাবে পার্টির ভাইস চেয়ারম্যান ফর ইয়ুথের দায়িত্ব দিয়েছেন এটা হাস্যকর বলেই উল্লেখ করেন শেডো মিনিস্টার কেট স্মীথ।

Tory MP said benefit claimants should be sterilised

A Tory MP promoted in Theresa May’s reshuffle has apologised over a blog post suggesting benefit claimants should have vasectomies.

Ben Bradley, who was named as Conservative vice chairman for youth, said people on welfare should stop having children if they could not afford them, before suggesting sterilisation.

The Mansfield MP, 28, was writing in support of the benefits cap and suggested it would not be long ‘before we’re drowning in a vast sea of unemployed wasters’.

After the post on the personal blog, consbradders32, was highlighted by BuzzFeed News, it was deleted. ‘Sorry but how many children you have is a choice; if you can’t afford them, stop having them! Vasectomies are free,’ it read.

Mr Bradley said he had matured since posting the blog in 2012 and was sorry for the comments. He said: ‘I apologise for these posts. My time in politics has allowed me to mature and I now realise that this language is not appropriate.’

Cat Smith, shadow minister for youth affairs, said: ‘These repulsive comments expose the Tories’ disgraceful attitude to unemployed people. ‘That they come from a man Theresa May chose as a vice chair of her party speaks volumes. The nasty party is alive and well.’

 

Advertisement