বেলারুশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিলো যুক্তরাজ্য

ইউক্রেনে রুশ হামলা ক্রমশ বাড়ছে। রাশিয়ার সেই আগ্রাসনে ভূমিকা রাখছে বেলারুশ। এবার সেই দায়ে বেলারুশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে যুক্তরাজ্য। খবর প্রকাশ করেছে বিবিসি।প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (১ মার্চ) এক ঘোষণায় এ কথা জানিয়েছে ব্রিটিশ সরকার। দেশটির পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস বলেছেন, ‘ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনে দেশটির ভূমিকার কারণে কিছু ব্যক্তি ও সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে।তিনি আরও বলেন, ‘লুকাশেঙ্কো সরকার (বেলারুশ) সক্রিয়ভাবে রাশিয়ার অবৈধ আগ্রাসনকে সহায়তা এবং সমর্থন করছে। পুতিনের প্রতি সমর্থনের জন্য তাদেরকে অর্থনৈতিক পরিণতি অনুভব করানো হবে।’

Advertisement