ব্যাপক অশান্তির মধ্যে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোট শুরু

গুলি, বুথে আগুন, ব্যালট ছিনতাইসহ বিভিন্ন স্থানে ব্যাপক অশান্তির মধ্যে শুরু হয়েছে ভারতের পশ্চিম বঙ্গেও পঞ্চায়েত ভোট। মুর্শিদাবাদে তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ উঠেছে।ভোট শুরুর আগের রাতে কোচ বিহারে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে। ভাঙচুরের পর পুড়িয়ে দেয়া হয় বুথ।দিনহাটায় ভোটের সকালে চলেছে গুলি। নদীয়ায় ব্যলট বাক্স ছিনতাইয়ের চেষ্টা হয়েছে।এবারের ভোটে প্রায় ২ লাখ ৬ হাজার ২শ’ ৯৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাজ্যটির মোট পঞ্চায়েত রয়েছে ৬৩ হাজার ২শ’ ২৯টি। প্রায় সাড়ে ৫ কোটি ভোটার প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করবেন।মনোনয়নপত্র জমা দেওয়ার দিন থেকে এ পর্যন্ত রাজ্যের আটটি জেলায় নির্বাচনী সংঘর্ষে ১৯ জনের মৃত্যু হয়েছে। নির্বাচনকে শান্তিপূর্ণ করতে কেন্দ্রীয় সরকার ৮শ’ ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করেছে।১১ জুলাই ভোটের ফল প্রকাশ হবে।

Advertisement