ব্রিট বাংলা ডেস্ক :: বলিউডের আবেদনময়ী অভিনেত্রী এষা গুপ্তা। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন কর্মকা- ঘটিয়েও আলোচনায় থাকতে পছন্দ করেন তিনি। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নগ্ন ছবি প্রকাশ করে সমালোচনার মুখে একাধিকবার পড়েছেন তিনি। তবে গত বেশ কিছুদিন ধরেই অনেকটাই আড়ালে ছিলেন এ নায়িকা। জানা গেছে, কাজ নিয়েই বেশি ব্যস্ত ছিলেন তিনি এ সময়ে। তাই সামাজিক যোগাযোগমাধ্যমেও কম সরব ছিলেন। তবে এবার নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন এষা। সম্প্রতি একটি রোমান্টিক-কমেডিনির্ভর ছবির কাজ করছেন তিনি।
এর নাম ‘দেশি ম্যাজিক’। পরিচালনা করছেন মিহুল আথা। ছবির আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন আমিশা প্যাটেল। ছবির অন্যতম প্রযোজকও তিনি। পুরো ছবিতে ব্যাপক খোলামেলা হয়ে ক্যামেরাবন্দি হয়েছেন এষা গুপ্তা। শুধু তাই নয়, অনেকটাই নগ্ন হয়ে একটি গানের শুটিং শেষ করেছেন। আর এর শুটিং হয়েছে একেবারেই গোপনে। যদিও বিষয়টি আর গোপন থাকেনি। মুম্বইয়ের একটি ফাইভ স্টার হোটেলে এর শুটিং হয়েছে। আর গানটিতে খোলামেলা হওয়ার পাশাপাশি ঘনিষ্ঠ দৃশ্যেও কাজ করেছেন এষা। সব মিলিয়ে গানটি প্রকাশের আগেই এর মাধ্যমে আলোচনায় এসেছেন এ নায়িকা। এ ছবি প্রসঙ্গে তিনি বলেন, এটা একেবারেই মজার একটি ছবি। ছবিটির পরতে পরতে দর্শক আনন্দ পাবেন। কমেডি যেমন রয়েছে, তেমনি রোমান্সও। বরাবরের মতো এখানে সুপারহট এষাকে খুজে পাবেন দর্শক। আমি ছবিটি নিয়ে খুব বেশি আশাবাদী। দর্শকদেরও এটি ভালো লাগবে বলেই বিশ্বাস।