একটি মহল জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করতে অত্যন্ত সুকৌসলে কাজ করছে
সকল দলের অংশগ্রহনে যখন একটি সুন্দর নির্বাচনের প্রস্তুতি চলছে, ঠিক এই মূহুর্থে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করতে অত্যন্ত সুকৌসলে কাজ করছে একটি মহল, এই চক্র দেশে এবং দেশের বাইরে সক্রিয় রয়েছে, এদের ব্যাপারে আমাদের সকলকে সজাগ থাকতে হবে, ২৮ নভেম্বর বুধবার দুপুরে ব্রাসেলসের রেসিডেন্স পেলেস ইন্টারন্যাশনাল প্রেস সেন্টার রিউডিতে বেলজিয়াম আওয়ামীলীগ আয়োজিত ‘‘ বাংলাদেশের উপর পোষ্টার প্রদর্শনী এবং শান্তি উন্নতি ও গণতন্ত্রের নেত্রী শেখ হাসনার অবদান’’ শীর্ষক সেমিনারে বক্তারা এঅভিমত ব্যাক্ত করেন। বক্তারা বলেন স্বাধীনতা বিরোধী গোষ্ঠী এবং সুবিদাবাদীরা বাংলাদেশের অগ্রগতি চায়না, এরা বাংলাদেশকে একটি উগ্র মৌলবাদী রাষ্টে পরিণত করতে চায়, আর একারণেই এরা বর্তমান সরকার সম্পর্কে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে, এই চক্র বিদেশ থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইক আইডি ব্যবহার করে দেশ বিরোধী প্রচারনা চালিয়ে সাধারন মুনুষকে বিভ্রান্ত করতে সচেষ্ট। দেশর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে এবং বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসেবে দেখতে হলে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করতে হবে।
এই নির্বাচন একটি বড় চ্যালেঞ্জ স্বাধীনতা বিরোধীরা ভিন্ন কৌশল অবলম্ব করে বুদ্ধিজীবি নামধারী কিছু সংখ্যক নব্য দালালকে তাদের ডাটা বাস্তবায়নে মাঠে নামিয়েছে।’’ এইসব বুদ্ধিজীব নামধারী দালাল এবং মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি সম্পর্কে আমাদের সজাগ থাকতে হবে এবং ঐক্যবদ্ধ হয়ে এদের প্রতিহত করতে হবে। বেলজিয়াম আওয়ামীলীগের সভাপতি শহীদুল হকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জাহাঙ্গির চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার কর্মি আনসার আহমেদ উল্লাহ,সাবেক এমইপি এবং সাউথ এশিয়া ডেমক্রেটিক ফোরামের চেয়ার মিঃ পাওলো কাসায়ে, হাইকমিশনার শাহাদত হোসেন। সেমিনারে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার কর্মি বিকাশ চৌধুরী, ষ্টাডি সাকৃূলের চেয়ার জামাল খান। সেমিনারে বর্তমান সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ডের বেশ কিছু চিত্র প্রদর্শন করা হয়। সেমিনারে বেলজিয়ামে বসবাসরত বাংলাদেশী ছাড়াও বিপুল সংখ্যক বিভিন্ন দেশের নাগরিক উপস্থিত ছিলেন।