ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতায় ইমামসহ গ্রেপ্তার ৮

ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতায় অংশ নেওয়ার অভিযোগে মসজিদের এক ইমামসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে পুলিশের বিশেষ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশের ভাষ্য, তাঁরা হেফাজতের কর্মী-সমর্থক। এসব ঘটনায় হওয়া মামলায় এখন পর্যন্ত ৩৮৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে গত ২৬ মার্চ হেফাজতের কর্মসূচিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিতে অগ্নিসংযোগকারী মাহমুদুল হাসান ওরফে শান্ত নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ২৮ মার্চ হেফাজতের ডাকা হরতাল চলাকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্যারিকেড দিয়ে জ্বালাও–পোড়াও করে সহিংসতা ও পুলিশ লাইনে হামলায় জড়িত অভিযোগে ঘাটুরা হরিনাদী জামে মসজিদের ইমাম হাফেজ আবদুর রাকিবকে গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটে। জেলাজুড়ে হেফাজতের কর্মী-সমর্থকেরা ব্যাপক ধ্বংসযজ্ঞ চালান। জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এসব ঘটনায় এখন পর্যন্ত ৫৬টি মামলা হয়েছে। এসব মামলায় ৪০ হাজারের বেশি ব্যক্তিকে আসামি করা হয়েছে। এর মধ্যে মাত্র ৪১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকি সবাই অজ্ঞাতনামা দুষ্কৃতকারী। ৫৬টির মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় ৪টি, সরাইল থানায় ২টি ও আখাউড়া রেলওয়ে থানায় ১টি মামলা হয়।অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. রইছ উদ্দিন বলেন, গতকাল বিভিন্ন স্থানে পুলিশের বিশেষ অভিযানে আটজনকে গ্রেপ্তার করে পুলিশ।

Advertisement