ব্রিটবাংলা ডেস্ক : টাওয়ার হ্যামলেটসের সবচাইতে আইকোনিক এলাকা হল ব্রিকলেন। এই ব্রিকলেন এলাকায় কিছুৃ কাজ করানোর প্রস্তাব করেছে কাউন্সিল। আর এ বিষয়ে স্থানীয় বাসিন্দা এবং ব্যবসায়ীদের মতামত বা পরামর্শ জানতে কনসালটেশন শুরু হয়েছে। আগামী ২৯ নভেম্বর পর্যন্ত কাউন্সিলের ওয়েব সাইটে গিয়ে মতামত জানানো যাবে। প্রস্তাব অনুযায়ী, অসবোর্ন স্ট্রীটের নাম পরিবর্তন করে রাখা হবে লোওয়ার ব্রিকলেন। ফ্যাশন স্ট্রীট, চিকস্যান্ড স্ট্রীট এবং হোপটাউন স্ট্রীটে বৃক্ষরোপন করা হবে। আর্ট ট্রেইলের পরিধি বাড়ানো হবে মিডলসেক্স স্ট্রীট পর্যন্ত। এলানগার্ডেনের মুখে অভারগ্রাইন্ড ব্রিজে লাইটিং করা হবে। সংস্কার করে লাইট লাগানো হবে ব্রিকলেন গেইট। এই হলো প্রস্তাবিত কাজের মোটামুটি তালিকা। কনসালেটশনে অংশ নিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন মেয়র জন বিগস। নিচের লিঙ্কে গিয়ে মতামত জানানো যাবে।
https://talk.towerhamlets.gov.uk/bricklane
তবে স্থানীয় ব্যবসায়ী, বিশ্লেষক এবং ক্যাম্পেইনাররা বলছেন, নামে মাত্র কাজ করানোর প্রস্তাব করা হয়েছে। ব্রিকলেনের ব্যবসাকে উজ্জীবিত করতে হলে বিশাল পরিকল্পনা এবং বিনিয়োগ নিয়ে এগিয়ে আসতে হবে।
এদিকে কিছু কিছু ব্যবসায়ী এবং কমিউনিটি এক্টিভিস্ট মনে করছেন, এখনো যথাযথ উদ্যোগ নিতে পারলে ব্রিকলেনের বাংলা টাউন বাঙালীদের প্রাণকেন্দ্র হিসেবে ধরে রাখা সম্ভব হবে। তাদের মতে, টাওয়ার হ্যামলেটসের টাউন হল, হোয়াইটচ্যাপল রোডে স্থানান্তরিত হলে ব্রিকলেনে ব্যবসা আরো জমে উঠবে। এ কারণে এখন থেকেই পরিকল্পনা নিয়ে, বাংলাদেশ সরকারের মালিকানাধীন সোনালী ব্যাংক ভবনে বিমানের অফিস এবং হাইকমিশনের কন্স্যুলার সার্ভিস স্থাপন করা হলে তা কমিউনিটির মানুষের উপকারে আসবে আর তাতে বাংলা টাউনের মর্যাদা বৃদ্ধি পাবে। অন্যদিকে ওয়েলফেয়ার ভবন ও নজরুল সেন্টারকে কাজে লাগানোর পাশাপাশি ব্রিকলেনের ট্রুম্যান বিল্ডিংয়ে বানিজ্যিক কেন্দ্র গড়ে তুলতে পারলে ব্রিকলেন বা বাংলা টাউন আবার জেগে উঠবে। একই সঙ্গে বৈশাখী মেলাকেও প্রাণবন্ত করে তুলতে হবে।