ব্রিটবাংলা ডেস্ক : যাত্রীবাহি বিমান নিয়ে আকাশে উড়ার ঠিক আগ মুহুর্তে মদ্যপ সন্দেহে ব্রিটিশ এয়ার এয়েজের এক পাইলটকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে ৮টার দিকে গেটউইক এয়ারপোর্ট থেকে তাকে গ্রেফতার করা হয় বলে সাসেক্স পুলিশ জানিয়েছে। এয়ারপোর্ট থেকে কেউ একজন টেলিফোন কোরে পুলিশকে এই খবর দেয়। সন্দেহভাজন মদ্যপ পাইলটের বয়স ৪৯ বছর। তিনি ওয়েস্ট লন্ডনের বাসিন্দা। গেটউইক থেকে ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইট নিয়ে মরিশাসের উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল তার। তাকে গ্রেফতারের ফলে কয়েক ঘন্টা বিলম্বের পর একজন পাইলট এসে বিমানটি নিয়ে মরিশাসের উদ্দেশ্যে যাত্রা করে। অনাকাঙ্খিত বিলম্বের জন্যে যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে ব্রিটিশ এয়ারওয়েজ।
‘Drunk’ pilot removed from BA plane at Gatwick Airport
A pilot was taken off a flight from Gatwick Airport after fears were raised he was drunk.
The British Airways flight to Mauritius on Thursday was delayed and the pilot replaced, BA said.
An airline source told The Sun: “Cops rushed on to the plane and headed straight for the cockpit. The first officer was cuffed and led away.”
A 49-year-old man from west London has been arrested and remains in police custody, Sussex Police said.
The man, from Harmondsworth, West Drayton, has been arrested on suspicion of performing an aviation function when the level of alcohol was over the prescribed limit.
A spokesman for British Airways told the BBC: “We are taking this matter extremely seriously.
“We are sorry for the delay to our customers. The aircraft remained at the gate until an alternative third pilot joined the flight crew.”
The Boeing 777 was due to leave Gatwick’s South Terminal at 20:20 GMT but was delayed until just before 23:00.