ব্রিটিশ নাগরিকদের ফিরিয়ে নিতে আরো পাঁচটি বিশেষ ফ্লাইট

ব্রিট বাংলা ডেস্ক :: বাংলাদেশ থেকে ব্রিটিশ নাগরিকদের যুক্তরাজ্যে ফিরিয়ে নিতে আরো পাঁচটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে ব্রিটিশ সরকার। এর ফলে নভেল করোনাভাইরাস (কভিড-১৯) মহামারির পটভূমিতে বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে বিশেষ ফ্লাইটের সংখ্যা ৯-এ উন্নীত হবে। এর আগে গত ২১, ২৩ ও ২৫ এপ্রিল বিশেষ ফ্লাইটে ব্রিটিশ নাগরিকরা ঢাকা ছাড়েন। আজ রবিবার একটি বিশেষ ফ্লাইটে শতাধিক ব্রিটিশ নাগরিকের যুক্তরাজ্যে ফিরে যাওয়ার কথা রয়েছে।

ব্রিটিশ হাইকমিশন জানায়, আগামী ২৯ এপ্রিল ও ১ মে সিলেট-ঢাকা-লন্ডন, ৩ মে ঢাকা-লন্ডন এবং ৫ ও ৭ মে সিলেট-ঢাকা-লন্ডন রুটে বিশেষ ফ্লাইট যাবে।

ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বলেছেন, তিনটি সফল ফাইট পরিচালনার পর আজ রবিবার বিকালে চতুর্থ ফ্লাইট লন্ডন যাবে। আমরা আরো পাঁচটি ফ্লাইটের ব্যবস্থা করেছি। ওই ফাইটগুলোতে আসন সংরক্ষণের জন্য তিনি ভ্রমণ পরামর্শে উল্লেখিত ‘করপোরেট ট্রাভেল ম্যানেজমেন্ট (সিটিএম)’ ওয়েবসাইটে নিবন্ধনের পরামর্শ দেন। যারা ইতোমধ্যে আসন সংরক্ষণ করেছেন তাদের দ্বিতীয়বার সংরক্ষণ না করার জন্য তিনি পরামর্শ দিয়েছেন। কারণ এতে জটিলতা তৈরি হবে এবং ফেরা বিলম্বিত হতে পারে।

ব্রিটিশ হাইকমিশনার বলেন, সবচেয়ে ঝুঁকিতে থাকা ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

Advertisement