ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচন : দেখুন বেনিফিট সিস্টেম নিয়ে কোন দল কি ভাবছে

ব্রিটবাংলা ডেস্ক : ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন কনজারভেটিভ, লেবার, লিবডেম, গ্রীনপার্টিসহ সব রাজনৈতিক দল ইতোমধ্যে তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। নির্বাচনী ইশতেহারে ব্রেক্সিট প্রাধান্য পেলেও টোরি সরকারের বিতর্কিত আরো কিছু বিষয় নিয়েও প্রতিশ্রুতি দিয়েছে অন্যান্য রাজনৈতিক দলগুলো। এর মধ্যে উল্লেখযোগ্য একটি হল ইউনিভার্সেল ক্রেডিট বেনিফিট সিস্টেম।

কনজারভেটিভ পার্টি 

বিতর্কিত এই বেনিফিট সিস্টেমটি চালু হয়েছিল ২০১৩ সালে এই কনজারভেটিভ সরকারের আমলেই। দলের পক্ষ থেকে বলা হয়েছে, ১২ ডিসেম্বরের নির্বাচনে পুনরায় নির্বাচিত হয়ে  সরকারে আসলে এই সিস্টেমটি সারাদেশে চালু করার প্রক্রিয়া শেষ করবে কনজারভেটিভ। ইউনিভার্সেল ক্রেডিট সিস্টেম নিয়ে নানান বিতর্কের মাঝেও টোরি মনে করছে বেনিফিটের পুরনো সিস্টেম অত্যন্ত কঠিন। তাই পুনরায় ক্ষমতায় গেলে সারাদেশে ইউনিভার্সেল ক্রেডিট বেনিফিট সিস্টেম চালু করা হবে। তবে আগামি এপ্রিল থেকে অতিরিক্ত  ১ দশমিক ৭ শতাংশ বেনিফিটের অর্থ বাড়াবে টোরি সরকার। এছাড়া ডিসেবলদের বেনিফিট প্রাপ্তিতে যাতে বিলম্ব না হয় সেই বিষয়টিও পর্যালোচনা করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী বরিস জনসন।

লেবার পার্টি 

লেবারপার্টি লিডার জেরেমি করবিন বলেছেন, তিনি প্রধানমন্ত্রী হলে ইউনিভার্সেল ক্রেডিট বেনিফিট সিস্টেম পুরোপুরি বাতিল করবেন। ইউনিভার্সেল ক্রেডিট সিস্টেম চালু হবার পর থেকে দেশে হোমলেস এবং ফুড ব্যাংক ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে বলে ব্যাপক সমালোচনা রয়েছে। তাই এই সিস্টেম বন্ধ করে বিকল্প ব্যবস্থা বা সিস্টেম চালু করার প্রতিশ্রুতি দিয়েছে লেবার। যার মাধ্যমে দারিদ্রতা দুর করে সাধারণ মানুষকে আত্মসম্মানের সাথে স্বাভাবিক জীবনযাপনের নিশ্চয়তা দিতে চায় লেবার। এছাড়া বেনিফিটের জন্যে  আবেদনকারীদের পাঁচ সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হয়, ক্ষমতায় গেলে এই পাঁচ সপ্তাহের ভেতরে একটা পেমেন্ট দেবে বলেও প্রতিশ্রুতি দিয়েছে লেবার। একই সঙ্গে চাইল্ড বেনিফিট ক্যাপও বাতিলের প্রতিশ্রুতি দিয়েছেন লেবার লিডার জেরেমি করবিন। এর মাধ্যমে অন্তত ৩শ হাজারের বেশি শিশু দরিদ্রতা থেকে মুক্তি পাবে বলে আশা করছে লেবার পার্টি। সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামরনের আমলে দু সন্তানের পর তৃতীয় সন্তানের জন্যে চাইল্ড বেনিফিট বন্ধ করা হয়েছে।

লিবডেম 

স্বনির্ভর কর্মজীবিদের সহযোগিতার লক্ষে ইউনিভার্সেল ক্রেডিট সিস্টেমকে নতুন করে সাজানোর প্রতিশ্রুতি দিয়েছে লিবডেম পার্টি। দলের নেত্রী জো সুইনসন বলেছেন, যারা নিত্যান্তই বেনিফিটের উপর নির্ভরশীল তাদের চাহিদা মেটানোর জন্যে তিনি প্রতি বছর ৬ বিলিয়ন পাউন্ড অতিরিক্ত বিনিয়োগ করবেন এই খাতে। এছাড়া চাইল্ড বেনিফিটের ক্ষেত্রে দু সন্তান নীতির বেনিফিট ক্যাপ বাতিল করে প্রয়োজনে ইনসেনটিভ দেওয়ার এবং বেনিফিট আবেদনের পর প্রথম পেমেন্টের জন্যে যে পাঁচ সপ্তাহ অপেক্ষা করতে হয়, তা কমিয়ে পাঁচ দিনে নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছে লিবডেম।

অন্যদিকে গ্রিনপার্টি এবং ব্রেক্সিট পার্টিও বেনিফিটি সিস্টেম নতুন করে সাজানারো আলাদা আলাদা প্রতিশ্রুতি দিয়েছে।

স্বল্প আয়ের কর্মজিবি ডিসেবল এবং সিঙ্গেল প্যারেন্টসদের সুবিধার জন্যে ২০২৫ সালের ভেতরে ইউনিভার্সেল বেসিক ইনকাম বেনিফিট সিস্টেস চালুর প্রতিশ্রুতি দিয়েছে গ্রীনপার্টি। এর মাধ্যমে সপ্তাহে কমপক্ষে ৮৯ পাউন্ড অতিরিক্ত আর্থিক সুবিধা পাবেন একজন প্রাপ্ত বয়স্ক কর্মজীবি।

অন্যদিকে ব্রেক্সিট পার্টি মনে করছে বর্তমান ইউনিভার্সেল ক্রেডিট সঠিকভাবে কাজ করছে না। তাই ক্ষমতায় গেলে প্রথম ১২ মাসে এটি রিভিউ করে পরবর্তী দু বছরের মধ্য তা ঢেলে সাজানোর প্রতিশ্রুতি ব্রেক্সিটের।

উল্লেখ্য ৬ টি বেনিফিটকে একত্র করে ইউনিভার্সেল ক্রেডিট বেনিফিট সিস্টেম চালু করেছিল বর্তমান টোরি সরকার। ২০১৩ সালে সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামরনের আমলে তা চালু হয়েছিল। একই সময়ে দু সন্তানের পরে তৃতীয় সন্তানের জন্যে চাইল্ড বেনিফিট বন্ধের ঘোষণাও দেয় টোরি সরকার।

Advertisement