ব্রিটিশ পুলিশের কম্পিউটার থেকে প্রায় ১ লাখ ৫০ হাজার গ্রেফতারের তথ্য নিঁখোজ

ব্রিটবাংলা ডেস্ক : ব্রিটিশ পুলিশের ডাটাবেস থেকে প্রায় ১ লাখ ৫০ হাজার গ্রেফতারের তথ্য মুছে গেছে। তথ্যগুলোর মধ্যে ছিল আঙ্গুলের ছাপ, ডিএনএ এবং গ্রেফতারের বিস্তারিত তথ্য। এসব তথ্য দ্যা পুলিশ ন্যাশনাল কম্পিউটারে সংরক্ষিত ছিল। গত সপ্তাহে তথ্যগুলো ডিলিট হয়ে যায় বলে টাইমসের এক রিপোর্টও উল্লেখ করা হয়েছে। হোম অফিস জানিয়েছে, হারিয়ে যাওয়া তথ্যগুলোর মধ্যে গ্রেফতারের পর পরবর্তীতে ব্যবস্থা না নেওয়া সন্দেহভাজন আসামীদের কারা মুক্তির তথ্য ছিল।

যে কম্পিউটার থেকে তথ্যগুলো হারিয়েছে সেই কম্পিউটারে পুরো ব্রিটেনের সব অপরাধীদের তথ্য সংরক্ষিত থাকে। যা যে কোনো পুলিশী তদন্ত কাজে ব্যবহার হয়ে থাকে।

লেবার পার্টি বলেছে, এভাবে কম্পিউটার থেকে অপরাধীদের তথ্য হারিয়ে যাওয়ার ফলে জনজীবনের নিরাপত্তা হুমকির মুখে পড়বে।

এদিকে পুলিশিং মিনিস্টার কিথ মেল্টহাউস বলেছেন, সমস্যা চিহ্নিত করে সমাধান করা হয়েছে। হোম অফিস হারিয়ে যাওয়া তথ্যগুলো উদ্ধারের চেস্টা করছে বলেও জানিয়ে এ ধরনের ঘটনা আর ঘটবে না বলে আশা প্রকাশ করেন তিনি। অন্যদিকে হোম অফিস জানিয়েছে, বিপজ্জনক কোন অপরাধীর তথ্য হারায়নি।

 

Advertisement