ব্রিটবাংলা ডেস্ক : বৃটিশ বাংলাদেশী পাওয়ার এন্ড ইন্সপারেশন তালিকায় নিজের কর্মদক্ষতায় স্থান করে নিয়েছেন লন্ডন বাংলা প্রেসক্লাবের সেক্রেটারি, চ্যানেল এসের চীফ রিপোর্টার মোহাম্মদ জুবায়ের এবং লন্ডন বাংলা প্রেসক্লাবের ট্রেজারার, ব্রিটবাংলা২৪ এর ম্যানেজিং এডিটর, ইক্বরা বাংলা টিভি ও বাংলাদেশ প্রতিদিনের যুক্তরাজ্য প্রতিনিধি আবু সালেহ মোহাম্মদ মাসুম।
বৃটিশ বাংলাদেশী সমাজের বিভিন্ন বিভাগের সফল ব্যক্তিদের কাজের স্বীকৃতি জানাতে অন্যান্য বছরের ন্যায় এ বছর প্রকাশ করা হয় সপ্তম বার্ষিক বিবিপিআই বৃটিশ বাংলাদেশী পাওয়ার এন্ড ইন্সপারেশন তালিকা।
গত বুধবার ২৮ মার্চ সন্ধ্যা সাড়ে ৬টায় ওয়াপিং এর বৃটিশ নেভির এইচএমএস প্রেসিডেন্ট অভিজাত হলে চলতি বছরের বৃটিশ বাংলাদেশী প্রভাবশালীদের এ তালিকা প্রকাশ করা হয়।
বিবিপিআই এর ফাউন্ডার ও লেবার পার্টির সাবেক কাউন্সিলার আবদাল উল্লাহ জানান, এ বছরের তালিকায় ১০০ জন নতুন প্রভাবশালী ব্যাক্তদের তালিকা প্রকাশ করা হয়েছে । এটি সত্যিই একটি চমকপদ একটি তালিকা বলে তিনি জানান।এতে মূলধারার রাজনীতিবিদ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের কাজের সঠিক মূল্যায়ন করা হয়েছে।
এতে উপস্থিত ছিলেন তালিকায় স্থান পাওয়া সফল বৃটিশ বাংলাদেশী, বৃটিশ রাজনীতিবিদ, এমপিসহ সমাজের প্রতিষ্টিত ব্যাক্তিরা। ১০০ জন সফল ও প্রভাবশালী ব্যাক্তির তালিকার পাশাপাশি বৃটিশ বাংলাদেশী জাষ্টিস মো: আখলাকুর রহমান চৌধুরীকে বছরের সেরা ব্যাক্তিত্বের সম্মাননা দেয়া হয় এবার।
চ্যানেল এসের চীফ রিপোর্টার মোহাম্মদ জুবায়ের এবং ব্রিটবাংলা টুয়ান্টিফোরের ম্যানেজিং এডিটর আ স ম মাসুমের এই সফলতায় অভিনন্দন, শুভেচ্ছা জানিয়েছেন চ্যানেল এসের ফাউন্ডার মাহি ফেরদৌস, চ্যানেল এসের চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি, চ্যানেল এসের হেড অব প্রোডাকশন ফারহান মাসুদ খান, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ নাহাস পাশা, চ্যানেল এসের হেড অব নিউজ এবং ব্রিটবাংলা টুয়ান্টিফোরের সম্পাদক কামাল মেহেদী, ব্রিটবাংলা টুয়ান্টিফোরের নির্বাহী সম্পাদক আহাদ চৌধুরী বাবুসহ ব্রিটবাংলা পরিবারের সবাই।