ব্রিটবাংলা ডেস্ক : প্রায় একশ বছর আগে অর্থাৎ ১৯১৬ সালের নভেম্বরে সত্যবাণী পত্রিকার মাধ্যমে ইউকেতে বাংলা গণমাধ্যমের সূচনা হয়। নব্বই দশক থেকে এই ইতিহাসের সঙ্গে যোগ হয় বাংলা টেলিভিশন চ্যানেল। এখন প্রশ্ন হচ্ছে প্রায় একশ বছর পরে বিলেতের বাংলা গণমাধ্যমের অবস্থান এখন কোথায়? আমাদের সাফল্য কি শুধু সংখ্যা বৃদ্ধিতে? নাকি অর্থনৈতিক কিংবা পেশাগত দিক দিয়েইও আমরা সফলতা অর্জন সক্ষম হতে পেরেছি? ব্রিটিশ বাংলা গণমাধ্যম এবং চ্যানেল এস শিরোনামের এই তথ্যচিত্রে তার উত্তর খোঁজার চেষ্টা করেছেন চ্যানেল এসের হেড অব নিউজ এবং ব্রিটবাংলা২৪ কমের সম্পাদক কামাল মেহেদী। নিচের লিংকে ক্লিক করলে পুরো ভিডিও দেখা যাবে।
Advertisement