ব্রিটিশ হোম সেক্রেটারীর বড় ভাইয়ের রহস্যজনক মৃত্যু : Sajid Javid’s eldest brother drowned in the shower at a five-star hotel, inquest hears

ওয়েস্ট সাসেক্সের সাউথ লজ হোটেলে হোম সেক্রেটারীর বড় ভাইয়ের মরদেহ পাওয়া যায়

ব্রিটবাংলা ডেস্ক : ব্রিটিশ হোম সেক্রেটারী সাজিদ জাভিদের বড় ভাইয়ের মৃত্যুর রহস্য উদঘাটনে বিচার বিভাগীয় তদন্তের শুনানি চলছে। হোম সেক্রেটারীর ৫১ বছর বয়সী বড় ভাই তারিক জাভিদকে গত ২৯শে জুলাই ওয়েস্ট সাসেক্সের হরশামে অভিজাত হোটেল সাউথ লজের একটি রুমে মৃত অবস্থায় পাওয়া যায়। এই হোটেলটি তার বাসা থেকে মাত্র তিন থেকে চার মাইল দূরে। ফাইভ স্টার এই হোটেলে এক রাতের জন্যে গুনতে হয় ৫শ পাউন্ড। এই হোটেলের বাথ টবে তার মরদেহ ভাসছিল। বাথে নামার আগে তিনি কোডিন জাতীয় ঘুমের ঔষধ এবং এলকোহল পান করেন বলে মঙ্গলবার ইনকুয়েস্টের প্রথম দিনের শুনানিতে উল্লেখ করা হয়েছে। তিনি হৃদরোগে ভুগছিলেন বলেও শুনানিতে জানানো হয়। ওয়েস্ট সাসেক্স করোনার তারিক জাভিদের মৃত্যুকে অস্বাভাবিক মৃত্যু বলে উল্লেখ করেছে। আগামী বছর ইনকুয়েস্টের পুরো শুনানি হবে।

ফাইভ স্টার হোটেলের এই রুম বুকিং দিয়েছিলেন তারিক জাভিদ। প্রতিরাতে এর ভাড়া ৫শ পাউন্ড

বড় ভাই তারিক ডিভোর্স ছিলেন। ঘর থেকে মাত্র তিন মাইল দূরের ওয়েস্ট সাসেক্সের ফাইভ স্টার হোটেল সাউথ লজে পাঁচশ পাউন্ডের রুমে বড় ভাইয়ের মৃতদেহ সনাক্ত করেন ছোট ভাই বাসিত জাভিদ।

এই বাথ টাবে পাওয়া যায় হোম সেক্রেটারীর বড় ভাইয়ের মরদেহ

বড় ভাই তারিক জাভিদের ইনকুয়েস্ট চলার সময় ছোট ভাই হোম সেক্রেটারী সাজিদ জাভিদ লেস্টারে পুলিশ সুপারিনটেনডেন্টস এসোসিয়েশনের বার্ষিক কনফারেন্সে বক্তব্য রাখছিলেন। সেখানে আরেক ভাই বাসিত বসে বসে হোম সেক্রেটারীর বক্তব্য শুনছিলেন।

হোম সেক্রেটারী সাজিদ জাভিদ

তারিক জাভিদ তার বাবার মতো ব্যবসায়ী ছিলেন। তাদের বাবা আব্দুল গানি জাভিদ এবং মা জুবাইদা জাভিদ ছেলেদের নিয়ে ১৯৬১ সালে বিলেত এসেছিলেন। বাবা গানি প্রথমে বাস ড্রাইভারী করেন। এরপর ব্রিস্টলে কাপড়ের ব্যবসা শুরু করেন। বাবার পথ ধরে বড় তারিক নেমেছিলেন ব্যবসায়। বাকী চার ভাই স্বস্বপদে প্রতিষ্ঠিত হন।

ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের কমান্ডার বাসিত জাভিদ

হোম সেক্রেটারী সাজিদ জাভিদরা ৫ ভাই। তাদেরকে পাওয়ার ব্রাদার্স বলে ডাকা হয়। সবাই স্বস্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। বড় ভাই তারিক জাভিদ ছিলেন বাবার মতো ব্যবসায়ী। চেইনসুপার মার্কেটের বস ছিলেন তিনি। ছোট ভাই সাজিদ জাভিদ ব্রিটিশ ইতিহাসে প্রথম মুসলিম হোম সেক্রেটারীর দায়িত্ব পালন করছেন। আরেক ভাই বাসিত জাভিদ ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের কমান্ডার। বাকী দুজনের একজন ফাইনান্সিয়াল এডভাইজার আরেক জন মাল্টি মিলিয়নিয়ার ল্যান্ডলর্ড।

৪৯ বছর বয়সী খালিদ জাভিদ ফাইনান্সিয়াল এডভাইজার 

গত জুলাই মাসে হোম সেক্রেটারীর এক মুখপাত্র তার বড় ভাই তারিক জাভিদের মৃত্যুর কথা প্রথম সংবাদ মাধ্যমকে জানান। একই সঙ্গে শোকাহত পরিবারের প্রাইভেসি বজায় রেখে তাদের শোক কাটিয়ে উঠার জন্যে সময় দিতে সবার প্রতি সহযোগিতা কামনার করেন হোম সেক্রেটারী।

৪৩ বছর বয়সী আতিফ জাভিদ ব্রিস্টল এলাকার মাল্টি মিলিয়নার প্রোপার্টি ব্যবসীয়

উল্লেখ্য যে হোটেলে তারিক জাভিদের রহস্যজনক মৃত্যু হয়েছে, ওয়েস্ট সাসেক্স কান্ট্রিসাইডের সেই ফাইভ স্টার হোটেলটি রোমান্টিক মুমেন্ট এবং বিশেষ ইভেন্ট উদযাপনের জন্যে বিখ্যাত। ২০০৯ সালে এই হোটেলে জি-২০ লন্ডন সম্মেলন হয়েছে। রাত্রী যাপন করেছেন সম্মেলনে আসা বিশ্ব নেতারা। এই হোটেলের একটি রুমে অবসর যাবন করতেন স্যার উইন্সটন চার্চিল। হোটেলের বিশাল ভিউ সবার মনোযোগ আকর্ষণ করে।

 

 

Sajid Javid’s eldest brother was found drowned in a shower at a £500-a-night five star country house hotel after taking codeine and drinkingalcohol, an inquest heard today.

Supermarket chain boss Tariq Javid, 51, died after booking into the luxury South Lodge Hotel in Horsham, West Sussex on July 29 – just ten minutes from his home.

The Home Secretary’s eldest brother was found drowned in the room and had significant levels of alcohol and codeine in his system while also suffering from serious heart disease, an inquest heard today.

West Sussex coroner Penelope Schofield today described it as an ‘unnatural death’ and ordered a full inquest to be held next year.

The businessman was the eldest of five brothers who include the current Home Secretary, who today was speaking at the Police Superintendents’ Association annual conference in Leicester watched by sibling Bas Javid, who is a West Midlands Police commander.

The quintet have been hailed as ‘power brothers’ due to their rags to riches life stories with another a financial adviser and one who is a multi-millionaire landlord.

Tariq Javid’s drowned body was found in a room at the South Lodge Hotel in Lower Beeding and was identified by his brother Basit.

No details of how the divorcee drowned or why he was staying at the hotel just three miles away from this home in Brighton Road, Horsham.

A full inquest hearing to ascertain this will take place early next year and will be overseen by West Sussex senior coroner Ms Schofield.

She said: ‘In respect of the evidence heard this morning I feel it is an unnatural death and the matter needs to proceed to an inquest formally.’

Tariq followed in his father’s footsteps, as he had owned a clothes shop in Bristol after working as a bus driver.

 

Abdul-Ghani Javid’s business was called Scallywags, and was in the middle of a notoriously crime-ridden part of the city.

Mr Javid Senior arrived in England with the boys’ mother Zubaida with only £1 to his name in 1961.

The couple settled in Rochdale but later moved to Bristol to pursue their retail business.

Despite the five siblings’ difficult start in life, all five brothers have gone on to big things in their respective fields of business, politics and public sector roles.

Announcing the death last month, the Home Secretary’s official spokesman said in July: ‘I am very sad to confirm that Sajid lost his eldest brother Tariq, who will be sorely missed by the whole family.

‘He would like to extend his thanks to the many people sending their condolences and good wishes. He would also ask that his privacy and that of his family, be respected at this time of grief.’

Sajid Javid was the first Muslim to hold one of Britain’s great offices of state.

Meanwhile his brother Basit is a senior police officer, Khalid is a financial adviser and Atif is a multimillionaire property tycoon.

The five star luxury hotel where Tariq died is set deep in the Sussex countryside and markets itself as an exclusive choice for a romantic getaway or special occasion.

The hotel hosted the G-20 London Summit in 2009, where then-Chancellor of the Exchequer, Alistair Darling and the other world finance ministers and central bank governors from the European Union stayed in several of its 89-Jacobean style rooms.

Sir Winston Churchill was also a regular guest and close friend of its owners, with his former favourite room now a £530-a night luxury suite.

The corridor through to the Sussex Wing from the Billiard Bar now marks the place where a lift used to take him up to the Elizabeth Le Bay room.

For between £575 and £639 per night, guests can stay in the ‘Hot Tub Suite’ – rooms equipped with private hot tub and a balcony with a garden view over its 89-acre grounds.

The hotel boasts ‘every single room is individually styled and designed so that no two are the same… We provide flawless attention to detail and homely charm in bucket loads as well as the most spectacular views over the South Downs.’

Advertisement