ব্রিটেনসহ ইউরোপে ঘটির কাঁটা এক ঘন্টা পেচ্ছা। ব্রিটেনে স্থানীয় সময় ৩০ অক্টোবর রাত ২ টা থেকে ঘটির কাঁটা এক ঘন্টা পিছিয়ে করা হবে রাত ১টা। অর্থাৎ ২৯ অক্টোবর শনিবার দিবাগত রাতেই পরিবর্তন হচ্ছে এই সময়। একই ভাবেইউরোপের বিভিন্ন স্থানীয় সময় রাত তিনটা থেকে ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে আনা হচ্ছে। অর্থাৎ স্থানীয় সময় রাত তিনটা থেকে ঘড়ির কাঁটার পরিবর্তন করে এক ঘণ্টা পিছিয়ে রাত দুইটা করা হচ্ছে।বাংলাদেশের সঙ্গে সেন্ট্রাল ইউরোপিয়ান টাইম জোনে থাকা দেশগুলোর সময়ের ব্যবধান হবে যুক্তরাজ্য ও পর্তুগালের জন্য ৬ ঘন্টা। ইউরোপের অন্যান্য দেশের জন্য পাঁচ ঘণ্টা ।ব্রিটেনে ঘড়ির কাঁটা ১ ঘন্টা পেছানোর কারনে নামাজের সময় সূচিতেও পরিবর্তন আনা হয়। সেই অনুযায়ী ইস্ট লন্ডন মসজিদের প্রতি ওয়াক্তের নামাজের সূচি অনুযায়ী রবিবার ফজরের জামাত হবে সাড়ে ৫টায়, জোহারের জামাত ১২ টা ৪৫ মিনিটে, আসার ২টা ৪৭ মিনিটে, মাগরিব ৪ টা ৪৭ মিনিটে, এশার নামাজের জামাত অনুষ্ঠিত হবে সাড়ে ৭টায়।উল্লেখ্য, প্রত্যেক বছরের মার্চ মাসের শেষ রোববার এবং অক্টোবর মাসের শেষ রোববার অর্থাৎ বছরে দুইবার ইউরোপের দেশগুলো তাদের সময়ের পরিবর্তন ঘটায়।দিনের আলোর অধিক ব্যবহারের লক্ষে ইউরোপে বছরে দুবার এ ডে লাইট সেভিং পদ্ধতি অনুসরণ করার জন্য ঘড়ির কাঁটা একবার এক ঘণ্টা সামনে ও আরেকবার এক ঘণ্টা পেছনে পরিবর্তন করা হয়। প্রতি গ্রীষ্ম ও শীতকালে সূর্যাস্ত এবং সূর্যোদয়ের ওপর এক ঘণ্টা পরিবর্তন করা হয়।প্রথম মহাযুদ্ধের সময় আমেরিকা এবং ইউরোপের একাংশজুড়ে দিনের আলো সাশ্রয়ের জন্য ‘ডে লাইট সেভিং’ চালু হয়।১৯১৬ সালে ফ্রান্স এ পদ্ধতি অনুসরণ শুরু করলেও ১৯৪৫ সালে আবার বাতিল করে দেয়। পরবর্তীতে ১৯৭৩ সাল থেকে ফ্রান্স আবার নতুন করে এ পদ্ধতি অনুসরণ করে এবং ১৯৯৮ সালে ইউরোপ জুড়ে এ ডে লাইট সেভিং পদ্ধতি চালু করা হয়।
ব্রিটেনসহ ইউরোপের ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাচ্ছে
Advertisement