সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে জিলহ’জ মাসের চাঁদ দেখা যায়নি। এর ফলে ব্রিটেনসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল আযহা পালিত হবে ২০ জুলাই মঙ্গলবার।আজ মধ্যপ্রাচ্যে ছিল ২৯ জিলকদ। চাঁদ দেখা না যাওয়ায় আগামীকাল শনিবার ৩০ জিলকদ। আর রবিবার থেকে থেকে জিলহ’জ মাস শুরু হবে।সে হিসেবে জিলহ’জ মাসের ৯ তারিখে অর্থ্যাৎ ১৯ জুলাই পবিত্র হ’জ অনুষ্ঠিত হবে এবং ১০ জিলহ’জ অর্থ্যাৎ ২০ জুলাই পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে মধ্যপ্রাচ্যেসহ ব্রিটেন ও ইউরোপের দেশগু’লিতে।এদিকে ব্রিটেনে কভিড ১৯ জনিত কারনে সামাজিক দূরত্ব বজায় রেখে এবারো ঈদের জামাত অনুষ্ঠিত হবে। গত রমজানের ঈদে ম’সজিদ সহ খোলা মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক মু’সল্লি অংশনেন।
Advertisement