ব্রিটেনের নর্থাম্পটন ইউনিভার্সিটি তে বাংলাদেশের লাল সবুজের পতাকা উড়েছে

এহসানুল ইসলাম চৌধুরী শামীম : বাংলাদেশের স্বাধীনতার ৫0 বছর সুবর্ণজয়ন্তী ব্রিটেনের নর্থাম্পটন বাসী প্রথমবারের মতো জাঁকজমকপূর্ণভাবে পালন করেছে ।বুধবার বিকেল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত নর্থাম্পটন ইউনিভার্সিটির একটি হলরুমে বিভিন্ন ধর্মের কমিউনিটির বিশিষ্ট মানুষের উপস্থিতিতে নর্থাম্পটন সাফরন রেস্টুরেন্ট স্বত্বাধিকারী নাজ ইসলাম ও তামারিন্ড রেস্টুরেন্ট মালিক টিপু রহমানের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।নর্থাম্পটন ইউনিভার্সিটি তে প্রথমবারের মতো বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে ।স্বাধীনতার ৫0 বছর পর ইউনিভার্সিটির সামনে বাংলাদেশের পতাকা উত্তোলিত হয় ।অনেকেই দেখে আনন্দ উপভোগ করেছেন ।বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার আলী বলেন,আমরা আনন্দিত ও গরবিত এ জন্য যে নর্থাম্পটন ইউনিভারসিটিতে আমরা প্রথম বারের মতো বাংলাদেশের লাল সবুজের পতাকা উড়ছে দেখে।ওল্ডহ্যাম থেকে এসেছেন চারিটি ওয়ার্কার ও রমজানে ৩১৩ কিলোমিটার দৌড়ে লন্ডন পৌছান আফরোজ মিয়া।ব্রিটেনের মতো জায়গায় বাংলাদেশের পতাকা নর্থাম্পটন ইউনিভারসিটিতে দেখে খুব আনন্দিত ।বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হারুন বলেন আমার খুব ভলো লাগছে বাংলাদেশর পতাকা উড়ছে দেখে।আমার মনে হচ্ছে এখন আমি বাংলাদেশে আছি।

। ইউনিভার্সিটি তে প্রজেক্টরের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ বিভিন্ন ভিডিও চিত্র দেখানো হয় ।এছাড়াও বিভিন্ন ধরনের ফটো চিত্র প্রদর্শন করা হয় ।নর্থাম্পটন ইউনিভারসিটির ভাইস চ্যান্সেলর নিক পেড ফোড বলেন আমদের ইউনিভারসিটিতে বাংলাদেশের পতাকা উড়াতে পেরে খুব খুশি।আসলে আমার খুব ভালো লেগেছে।তাই এর আয়োজক নাজ ইসলামকে ধন্যবাদ জানাচ্ছি।এদিকে একই দিন বাইক চালিয়ে প্রায় ৫০ জনের একটি বাইক দল ফ্রিডম 50 .নাম দিয়ে ব্রিটেনের বিভিন্ন শহর-গ্রাম-জনপদ ঘুরে তৃতীয় দিন নর্থাম্পটন ইউনিভার্সিটি তে এসে পৌঁছান ।তাদের অভিযাত্রা শুক্রবার লন্ডনের আলতাব আলী পার্কে গিয়ে শেষ করেছেন ।তাদেরকে স্বাগত জানান নর্থাম্পটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর নিক পেডফোড , নর্থাম্পটনশায়ায় হাইশরিফ আমান্ডা লৌওদার ডি এল ,নর্থাম্পটন মেয়র রুফিয়া আশরাফ,নর্থাম্পটন কাউন্সিল লিডার জনাতন নান,সাফরন রেস্টুরেন্ট সত্ত্বাধিকারী নাজ ইসলাম ,তামারিন্ড রেস্টুরেন্ট সত্ত্বাধিকারী টিপু রহমান,সিরাজ ইসলাম,আনোয়ার আলী সহ আরো অনেকেই।আয়োজক নাজ ইসলাম,নর্থাম্পটনের ইতিহাসে আমরার উদ্দ্যোগে প্রথম নর্থাম্পটন ইউনিভারসিটিতে বাংলাদেশের পতাকা উড়াতে পেরে খুব খুব খুশি।তাজ আহমদের পরিচালনায় বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন নর্থাম্পটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর নিক পেডফোড ,নর্থাম্পট সায়ার হাই শারিফ আমান্ডা ডিএল,মেয়র রুফিয়া আশরাফ,কাউন্সিল লিডার জনাতন নান,সেলি ব্রেটি শেফ রইস আলী, সানোয়ার চৌধুরী,আয়োজক নাজ ইসলাম ও সেলিব্রেটি শেফ টিপু রহমান সহ আরো অনেকেই।

Advertisement