ব্রিটবাংলা ডেস্ক : করোনা ভাইরাসে মৃতের সংখ্যা আপাতত কমার কোনো লক্ষন নেই ব্রিটেনে। সর্বশেষ মঙ্গলবার গত চব্বিশ ঘন্টায় ৬২৭ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে ব্রিটেনে সর্বমোট মৃতের সংখ্যা দাড়িয়েছে ৩২ হাজার ৭শ’ তে।
এদিকে করোনা পরিস্থিতিতে অক্টোবর পর্যন্ত সাধারণ ওয়ার্কারদের জন্য (furlough) ছুটির মেয়াদ বাড়িয়েছে সরকার। মঙ্গলবার ব্রিটিশ চ্যান্সেলার ঋষি সোনাক এই ঘোষণা দিয়েছেন। এর আগে তা জুন পর্যন্ত নির্ধারিত ছিল। এই সময়ের ভেতরে করোনার কারণে ছুটিতে থাকা যে কোনো কোম্পানীর যে কোন কর্মকর্তা বা কর্মচারীর মাসিক বেতন সর্বোচ্চ ২ হাজার ৫শ পাউন্ডের মধ্যে ৮০ শতাংশ পরিশোধ করবে সরকার। তবে আগস্ট মাস থেকে সরকার স্ব স্ব কোম্পানিগুলোকে অনুরোধ করবে তাতে কিছুটা অংশীদার হওয়ার জন্য।
করোনাকালীন লম্বা ছুটির কারণে ৭ দশমিক ৫ মিলিয়ন ওয়ার্কারের জন্য মাসে অন্তত ১৪ বিলিয়ন পাউন্ড ব্যয় করতে হবে সরকারের বাবদ। যদিও বুধবার থেকে ব্রিটেনে নির্মান এবং উৎপাদনখাতে লকডাউন কিছুটা শিথিল হয়েছে।