নিরপরাধ ফিলিস্তিনিদের ওপর ১১ দিনের বর্বর হামলার ঘটনায় ব্রিটেনের সাধারণ মানুষের মধ্যে ইহুদিবিরোধী মনোভাব তৈরি হয়েছে।বিগত এক মাসে দেশটিতে ইসরাইলের দূতাবাস ঘেরাও, রাষ্ট্রদূতকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিলসহ ইহুদিবিরোধী বহু সভা-সমাবেশ হয়েছে।খবর বিবিসির।
এ সব ঘটনায় ব্রিটেনে বসবাসকারী ইহুদিরা বেশ আতঙ্কে আছে।সম্প্রতি ইসরাইলে অস্ত্র সরবরাহকারী একটি প্রতিষ্ঠানেও হামলার ঘটনা ঘটেছে।দক্ষিণ লন্ডনের একটি সিনাগগে (ইহুদি উপাসনালয়) গত মাসে জনরোষের ভয়ে এর রাব্বি (ইহুদি ধর্ম যাজক) নিকি লিস মধ্যরাতে এসে উপাসনায় যোগ দেন।১৩ বছর ধরে তিনি এ উপাসনালয়ে ধর্ম যাজকের কাজ করছেন।কিন্তু বর্তমানে এখানে ইহুদিদের বসবাস করাটা বেশ কঠিন বলে মনে করছেন তিনি।কারণ কিছুদিন আগে শহরটির একটি সিনাগগের বাইরে রাফি গুডউইন নামে এক রাব্বিকে মাথায় ইট দিয়ে আঘাত করেন অজ্ঞাত ব্যক্তিরা।ফিলিস্তিনে ইসরাইলি নৃশংসতার প্রতিবাদে ফিলিস্তিনি পতাকা নিয়ে দক্ষিণ লন্ডনের সেইন্ট জনস উড এলাকায় বিশাল বিক্ষোভ মিছিল হয়েছে।আগে কখনো দখলদার ইসরাইলের বর্বতার বিরুদ্ধে এধরনের প্রতিবাদ হয়নি ব্রিটেনে। এ কারণে বেশ চাপে আছে ইহুদিরা।