ব্রিট বাংলা ডেস্ক :: যুক্তরাজ্যের অ্যাসেক্সে একটি লরির কন্টেনার থেকে ৩৯ মরদেহ উদ্ধার করা হয়েছে। অ্যাসেক্সের ইষ্টার্ন এভিনিউয়ের ওয়াটারগ্লেড ইন্ডাষ্ট্রিয়াল পার্ক এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে।
ব্রিটিশ ষ্ট্যান্ডার্ড সময় ১ টা ৪০ মিনিটে মরদেহগুলো উদ্ধার করে অ্যাম্বুলেন্স সার্ভিসকে ডেকে পাঠিয়েছে পুলিশ।
জানা গেছে, ওই লরি চালকের বয়স ২৫ বছর। তিনি নর্দার আয়ারল্যান্ডের বাসিন্দা। হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অ্যাসেক্সের পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে ৩৮ জন পূর্ণ বয়স্ক লোক এবং একজন বাচ্চা বয়সী।
পুলিশ বলছে, লরিটি শনিবার বুলগেরিয়া থেকে হলিহেড হয়ে ব্রিটেনে প্রবেশ করেছে।
Advertisement