ব্রিটেনে করোনায় মঙ্গলবার মৃত্যু ১৮১ জনের, আক্রান্ত ৩৮,৫২০ জন

ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা বাড়লেও কমেছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৮,৫২০ জন। গতকাল সোমবার আক্রান্তের সংখ্যা ছিলো ৪০,২২৪ জন, রবিবার ছিলো ৩৪,৫৭৪ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৮২ লাখ ৩১ হাজার ৪৩৭ জন। বর্তমানে হাসপাতালে ভর্তির সংখ্যা কমে দাঁড়িয়েছে ৭৪৭ জন।
এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ১৮১ জনের । গতকাল সোমবার ছিলো ২৮ জন, রবিবার ছিলো ৩৮ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ৩৭ হাজার ৯৪৪ জন।এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৪ কোটি ৯২ লাখ ১৬ হাজার ৯২ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ কোটি ৫২ লাখ ১২ হাজার ৮১৩ জন।

Advertisement