ব্রিটেনে করোনায় শনিবার ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,৯০৭ জন

ব্রিটেনে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমেছে। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৯০৭ জন। গতকাল শুক্রবার আক্রান্তের সংখ্যা ছিলো ২,৩৮১ জন, বৃহস্পতিবার ছিলো ২,৪৪৫ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪৪ লাখ ১৮ হাজার ৫৩০ জন।এদিকে গত ২৪ ঘন্টায় মৃত্যু বরণ করেছেন আরো ৭ জন। গতকাল শুক্রবার মৃতের সংখ্যা ছিলো ১৫ জন, বৃহস্পতিবার ছিলো ২২ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ২৭ হাজার ৫২৪ জন।বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ১ হাজার ৪৫১ জন। এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৩ কোটি ৪৩ লাখ ৪৬ হাজার ২৭৩ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ কোটি ৪৯ লাখ ৪০ হাজার ৯৮৪ জন। তথ্য সূত্র: দ্যা সান

 

Advertisement