ব্রিটবাংলা রিপোর্ট : বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি ‘র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বর্তমানে ব্রিটিশ নাগরিক হিসাবেই বসবাস করছেন ব্রিটেনে। ব্রিটেনের কোম্পানী হাউজে দেয়া তারেক রহমানের দেয়া ব্যাক্তিগত তথ্য বিবরনী অনুযায়ী তিনি ব্রিটিশ নাগরিক। কোম্পানী হাউজের ওয়েবসাইটে হোয়াইট এন্ড ব্লু কনসালটেন্ট লিমিটেড একটি নতুন চালু হওয়া কোম্পানীর ডিরেক্টর হিসাবে তারেক রহমান নিযুক্ত হোন ২০১৫ সালের জুলাই মাসে। তখন কোম্পানী হাউজের তথ্য অনুযায়ী তারেক রহমানের নাগরিকত্ব বলা হয়েছে বাংলাদেশী। তবে কোম্পানী হাউজের শেয়ার অন্যান্য তথ্যের একটি জায়গায় বলা হয়েছে তিনি ব্রিটিশ নাগরিক। কোম্পানীটি চ্যারিটি ইন করপোরেট হিসাবে ছোট ব্যাবসা হিসাবে নিবন্ধিত।
বিজ্ঞাপ……………………………………………..
কোম্পানীর শেয়ারের বলা হয়েছে, ১০০ শেয়ারের ৫০ শতাংশ হচ্ছে তারেক রহমানের এবং বাকি ৫০ শতাংশ হচ্ছে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের। ২০১৮ সালের ২১ এপ্রিলের তথ্য অনুযায়ী কোম্পানীটি মাইক্রো কোম্পানী হিসাবে ১লা আগষ্ট ২০১৬ থেকে ৩১ জুলাই ২০১৭ সালের ব্যবসা সংক্রান্ত প্রথম রিটার্ন জমা দেয়, যেখানে কোম্পানীর সম্পদ দেখানো হয়েছে ১২০৭ পাউন্ড যা বর্তমান দরে এক লক্ষ ৪০ হাজার টাকা। এই সময়ের ভিতর কোম্পানীর আয় দেখানো হয়েছে ১০ হাজার ৮১০ পাউন্ড যা বাংলাদেশী টাকায় ১২ লক্ষ ৫০ হাজার টাকা।
কোম্পানীতে ব্যবহৃত ঠিকানা তারেক রহমানের বাসভবনের বলে নিশ্চিত করেছেন যুক্তরাজ্য বিএনপির একজন দায়িত্বশীল নেতা। কোম্পানী সম্পর্কে তিনি তেমন কিছু জানেন না বলে তিনি জানান।