ব্রিটবাংলা ডেস্ক : ব্রিটেনে পুরুষ ফ্যাশন জগতের অন্যতম ব্র্যান্ড টিএম ল্যুউইনের ৬৬ টি দোকান বন্ধের ঘোষনা দিয়েছে প্রতিষ্ঠানটি। দোকানগুলো বন্ধ করে অন লাইন সার্ভিসে চলে যাবে টিএম ল্যুউইন। এতে এই প্রতিষ্ঠানে কর্মরত প্রায় ৬শ মানুষ চাকরী হারাবেন।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, টিএম ল্যুউইন ব্র্যান্ড থাকবে বাজারে। তবে তা কিনতে হবে অনলাইনে। ১৮৯৮ সালে সেন্ট্রাল লন্ডনের মেফেয়ারে প্রথম দোকান খোলা হয়েছিল টিএম ল্যুউইনের। অফিস ও আদালতে, বিশেষ করে পেশাজীবি পুরুষদের কাছে টিএম ল্যুউইনের শার্ট এবং স্যুটের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।
করোনা ভাইরাসের লকডাউন শুরু হবার পর গত মে মাসে ব্রিটেনের ফ্যাশন জগতের অপর ব্র্যান্ড ওয়েসিস এবং ওয়ারহাউস সেইলে তোলার পরদিন থেকে টিএম ল্যুউইনও সেইলে তোলা হয়েছিল।
Advertisement