ব্রিটেনে ড্রাগ ট্রায়ালে ক্যানসারকে হারালেন ভারতীয় নারী

ভারতীয় বংশোদ্ভূত জেসমিন ডেভিড (৫১) স্তন ক্যানসারকে হারিয়ে করলেন যুদ্ধ জয়। তিনি বলেছেন, যুক্তরাজ্যের একটি হাসপাতালে ক্লিনিকাল ট্রায়ালে অংশ নেন।চিকিৎসকদের মতে, দেহে ক্যানসারের কোনো লক্ষণ নেই আর। সোমবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, জাতীয় স্বাস্থ্য পরিষেবা (NHS)’র ক্লিনিক্যাল ট্রায়ালে এটিজোলিজুমাবের সঙ্গে পরীক্ষামূলক একটি ওষুধ তাকে দুই বছর দেওয়া হয়।শিরায় দেওয়া ইমিউনোথেরাপি ড্রাগ। ২০১৭ সালে প্রথম ক্যানসারে আক্রান্ত হন জেসমিন। কেমোথেরাপি চিকিৎসার মাধ্যমে সেরে উঠেন। কিন্তু ২০১৯ এ, আবার ক্যানসার বাসা বাঁধে শরীরে।বিভিন্ন অংশে ছড়িয়েও যায়। সময় বেঁধে দেন চিকিৎসকরা। দুই মাস পর, প্রথম পর্যায়ের ক্লিনিকাল ট্রায়ালে অংশগ্রহণ করেন। এখন সম্পূর্ণ ক্যানসারমুক্ত। কিন্তু চিকিৎসা চলবে ২০২৩ পর্যন্ত। আগের জীবনে ফিরতে পেরে খুব খুশি জেসমিন। দ্য প্রিন্ট

Advertisement