ব্রিটবাংলা ডেস্ক : ইংল্যান্ডে লকডাউন শিথিলের বিষয়ে আগামী ২২শে ফেব্রুয়ারী রোডম্যাপ ঘোষণা করবেন বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। লকডাউন শেষে আগামী ৮ মার্চ থেকে পুনরায় স্কুল খুলে দেওয়া তাঁর অগ্রাধিকার তালিকার শীর্ষে রয়েছে বলেও জানিয়েছেন তিনি। লকডাউন শিথিলের জন্যে প্রধানমন্ত্রীর উপর রাজনৈতিক চাপ যেমন রয়েছে অন্যদিকে সতর্ক অবস্থায় সিদ্ধান্ত নিতেও প্রধানমন্ত্রীকে চাপ দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
এদিকে সরকারের প্রতিশ্রুতি ছিল ১৫ ফেব্রুয়ারীর ভেতরে ব্রিটেনের ১৫ মিলিয়ন মানুষকে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ প্রদানের। শনিবাবর পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণকারীর সংখ্যা ১৪ দশমিক ৫ মিলিয়ন ছাড়িয়ে গেছে। অগ্রাধীকার তালিকার শীর্ষ ৪ গ্রুপের সবাই ভ্যাকসিন গ্রহণ করলে সোমবারের ভেতরে লক্ষ্য পুরণ হয়ে যাবে বলে আশা করেছেন হেলথ সেক্রেটারী মেট হ্যানকক।
হেলথ সেক্রেটারী বলেন, ভ্যাকসিন গ্রহণের পর নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চললে স্বাভাবিক ফ্লু’তে পরিনত হবে করোনা। তখন আক্রান্ত হলেও দ্রুত সেড়ে উঠা যাবে বলে আশাবাদি তিনি। যদিও বিশেষজ্ঞরা বলছেন, এ রকম হতে আরো সময় লাগবে। কারণ এখনো ভ্যারিয়েন্ট থামানো যাচ্ছে না। বুঝা যাচ্ছে না করোনার গতিবিধি। তাই এ বিষয়ে এখনই গা ছেড়ে দেওয়ার কারণ নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা।
উল্লেখ্য শনিবার গত চব্বিশ ঘন্টায় ব্রিটেনে করোনা আরো ৬শ ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৯শ ছাড়িয়ে গেছে। এছাড়া গত চব্বিশ ঘন্টায় ব্রিটেন নতুন করে আরো ১৩ হাজার ৩শ ৮ জন করোনায় আক্রান্ত হয়েছে।