ব্রিটেনে বারে বন্দুকধারীর গুলিতে ১ নারী নিহত

লিভারপুলের কাছে বড়দিনের আগের রাতে এক বারে বন্দুকধারীর গুলিতে এক নারী নিহত ও আরও তিনজন আহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।বিবিসি জানিয়েছে, শনিবার ওই গুলির ঘটনার পর রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটের দিকে ওয়ালেসি গ্রামের লাইটহাউজ ইনে মেরিসাইড পুলিশ কর্মকর্তাদের ডাক পড়ে।ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ তিন পুরুষ ও এক নারীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত ওই নারী পরে মারা যান।ডিটেক্টিভ সুপারিনটেন্ডেন্ট ডেভ ম্যাককারেন জানান, শনিবার রাতে ‘তরুণ-তরুণীতে ঠাসা একটি স্থানে’ এ গুলির ঘটনাটি ঘটেছে।“বন্দুকধারী পাবের গাড়ি পার্কিং থেকে একটি গাঢ় রঙের গাড়ি, সম্ভবত একটি গাঢ় রঙের মার্সিডিজ নিয়ে পালিয়েছেন বলে ধারণা করছি আমরা,” বলেছেন তিনি।প্রধান কনস্টেবলের অ্যাখ্যা দেওয়া ‘জঘন্য’ এই ঘটনায় আরও ‘অনেকে আহত’ হয়েছে বলে জানিয়েছে পুলিশ।হামলার মোটিভ তাৎক্ষণিকভাবে জানা যায়নি; ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশ প্রত্যক্ষদর্শীদের কাছে তথ্য চেয়েছে।

Advertisement