ব্রিটেনে বৃহস্পতিবার করোনায় আক্রান্ত ৪৬,৮০৭ জন, মৃত্যু ১৯৯ জনের

ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা কমলেও বেড়েছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৬,৮০৭ জন। গতকাল বুধবার ছিলো ৩৮,২৬৩ জন, মঙ্গলবার ছিলো ৩৭,২৪৩ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৯৭ লাখ ২১ হাজার ৯১৬ জন। বর্তমানে হাসপাতালে ভর্তির সংখ্যা কমে দাঁড়িয়েছে ৯৩৫ জন।এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ১৯৯ জনের । গতকাল বুধবার ছিলো ২০১ জন, মঙ্গলবার ছিলো ২১৪ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ৫৫৯ জন। এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৫ কোটি ৬ লাখ ৭৯ হাজার ৭৩ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ কোটি ৬০ লাখ ৮৭ হাজার ৯৫৮ জন।

Advertisement