ব্রিটেনে মৃত ঘোষণার পর বেঁচে উঠলো রোগী

স্টেফোরডশায়ারে বাসিন্দা লুইস রবার্টস তাঁর ঘরের পাশেই হাঁটতে বেরিয়েছেন তাঁর মা ও বোনদের সাথে। বেঁচে ঘরে ফিরে আসা লুইস ও তাঁর পরিবারের জীবনে একটি মাইলফলক ঘটনা। গত বছর রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হন লুইস। এক পর্যায়ে ডাক্তার ভেবেছিলেন, লুইস মারা গেছেন।ডাক্তারের মুখে মৃত্যুর সংবাদ পেয়ে লুইসের পরিবারের সদস্যরা এরই মধ্যে সিদ্ধান্ত নেন, তাঁর অঙ্গগুলো দান করে দেয়া হবে। একারণে তাঁর দেহের সাথে লাইফ-সাপোর্ট মেশিনগুলোও বন্ধ করা হয়নি। তখনই ঘটে সেই অবিশ্বাস্য ঘটনা। লুইসের বিছানার পাশে বসে থাকা তাঁর বোন বুঝতে পারেন, লুইস বেঁচে আছেন।

এরপর কয়েক মাস নিবিড় সেবা সস্রুশা পেয়েছেন লুইস। দ্রুত সুস্থ হয়ে ওঠেন তিনি। জীবন ফিরে পেয়ে বোনের প্রতি কৃতজ্ঞ লুইস।লুইসের এই অবিশ্বাস্যভাবে জীবন ফিরে পাওয়ার ঘটনা চিকিৎসকেরা রিভিউ করেন। মাথায় গুরুতর আঘাত পাওয়া রোগীরা মৃত্যুর দ্বারপ্রান্তে পৌঁছে গেলে তাদের ব্যাপারে কেমন পদক্ষেপ নেয়া উচিত, রিভিউএর বিষয় ছিল সেটি। ইনটেনসিভ কেয়ার সোসাইটি নামে একটি সংগঠন এক বিবৃতিতে বলেছে, ভবিষ্যতে একই ধরনের পরিস্থিতি আবারও সৃষ্টি হলে ক্লিনিসিয়ানরা যাতে বাড়তি সতর্কতামূলক পরীক্ষা-নিরীক্ষা করেন, সে জন্য বিদ্যমান পদ্ধতিকে হালনাগাদ করা উচিত।লুইসের পরিবারের সদস্যরা এখন তাঁকে তাঁর স্বাভাবিক জীবনে ফিরে আসতে সাহায্য করছেন। অবসর সময়ে লুইসের সাথে সময় কাটাচ্ছেন পরিবারের সদস্যরা।লুইসের পরিবারের প্রতি সমর্থন জানিয়ে শত শত মানুষ বার্তা পাঠিয়েছেন। আগামী অন্তত পাঁচ বছর চিকিৎসাধীন থাকতে হবে লুইসকে। লুইসের সুস্থ হয়ে ওঠার ভালো সম্ভাবনা দেখে কৃতজ্ঞ তা পরিবার।কিন্তু কোমায় চলে যাওয়া রোগীদের এনএইচএস এর নির্দেশিকা অনুযায়ী কীভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হয়, তা আমরা অনেকেই জানিনা।

Advertisement