ব্রিটেনে ভারতীয় ভাইরাসের সংক্রমনের কারনে করোনায় দৈনিক সংক্রমন লাফিয়ে লাফিয়ে বেড়েই চলছে। গত দুই মাসের মধ্যে সর্বোচ্চ আক্রান্ত হয়েছেন শুক্রবার। সংবাদে বলা হয়েছে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮,১৮২ জন। গতকাল বৃহস্পতিবার ছিলো ৩,৫৪২ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪৪ লাখ ৭৭ হাজার ৭০৫ জন।এদিকে গত ২৪ ঘন্টায় মৃত্যু বরণ করেছেন আরো ১০ জন। গতকাল বৃহস্পতিবার ছিলো ১০ জন । মোট মৃতের সংখ্যা ১ লাখ ২৭ হাজার ৭৬৮ জন।বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৮৮৯ জন।এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৩ কোটি ৮৮ লাখ ৭১ হাজার ২০০ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ কোটি ৪৪ লাখ ৭৮ হাজার ৫২ জন।
Advertisement