ব্রিটবাংলা ডেস্ক : আগামী মাসে বৃটেইন সফরে আসছেন না মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। শুক্রবার এক টুইট বার্তায় বৃটেন সফর বাতিল এবং এর কারণও জানিয়েছেন তিনি। আগামী মাসে বৃটেন সফরে এসে সাউথ লন্ডনে নির্মিত নতুন মার্কিন এম্বেসী উদ্বোধন করার কথা ছিল প্রেসিডেন্ট ট্রাম্পের। টুইট বার্তায় তিনি জানান, নতুন এম্বেসি তার কাছে খুব ভালো লাগেনি। প্রায় ১ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে সাউথ ব্যাংকে নির্মিত নতুন মার্কিন এম্বেসির স্থান নির্বাচন ভাল হয়নি বলে উল্লেখ করেন তিনি। অন্যদিকে লন্ডনের মেফেয়ারের পুরনো এম্বেসি ভবনটি অত্যন্ত স্বল্পমূল্যে বিক্রি করায় ওবামা প্রশাসনের সমালোচনাও করেন প্রেসিডেন্ট ট্রাম্প। তাই ফিতা কেটে নতুন এম্বেসি উদ্বোধনে অস্বীকৃতি জানান তিনি। এদিকে টেন ডাউনিং স্ট্রীট থেকে জানানো হয়েছে চলতি বছরের শেষ দিকে রানীর আমন্ত্রণে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ব্রিটেন সফরে আসতে পারেন। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের ব্রিটেন সফর বাতিলের জন্যে লন্ডনে ট্রাম্প বিরোধী ক্যাম্পেইনকে দায়ী করেছেন কেউ কেউ।
Donald Trump has cancelled a planned visit to the UK in February, where he had been expected to open a new $1bn (£738m) US embassy in London.
The US president tweeted he was not a “big fan” of the new embassy – which is moving from Mayfair to south London.
He blamed Barack Obama’s administration for a “bad deal” despite the fact the move was agreed under George W Bush.
The trip was not the controversial full state visit offered by Theresa May, for which no date has yet been set.
Downing Street said no date has been confirmed for any visit by Mr Trump and that the opening of the US embassy “is a matter for the US”.
The “strong and deep” partnership between Britain and the US “will endure” despite Mr Trump’s cancellation, a spokesman added.
However, Mayor of London Sadiq Khan – who has clashed with the president in the past – said the US president had “got the message” that many Londoners were staunchly opposed to his policies and actions.
BBC North America editor Jon Sopel said he suspected the possibility of protests in London would have also weighed in the calculation.
The US embassy move was confirmed in October 2008, when President George W Bush was still in the White House.
It was moved from its Mayfair site because it was too small to put in the modern security it needed, the BBC’s diplomatic correspondent James Landale said.
However, Mr Trump blamed former president Mr Obama’s administration for selling “perhaps the best located and finest embassy in London for peanuts”.