ব্রেক্সিটের সঙ্গে বন্ধ হবে ফ্রিডম অব মুভমেন্ট

ব্রিটবাংলা রিপোর্ট : ব্রেক্সিট কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে ইউরোপিয়ান নাগরিকদের জন্যে ইউকের ফ্রিডম অব মুভমেন্টের ইতি ঘটবে বলে সতর্ক করেছেন বৃটিশ ইমিগ্রেশন মিনিষ্টার ব্র্যান্ডন লুইস।
বৃহস্পতিবার রেডিও ফোরের সঙ্গে আলাপকালে ইমিগ্রেশন মিনিষ্টার জানান, ২০১৯ সালের মার্চে ইতি ঘটবে ইউকেতে ইউরোপিয়ান নাগরিকদের স্বাধীন চলাফেলার সুযোগ। আনুষ্ঠানিকভাবে ইইউ ত্যাগের প্রায় ৬ মাস আগে অর্থাৎ ২০১৮ সালের সেপ্টেম্বরে সরকার নতুন ইমিগ্রেশন বিল প্রকাশ করবে। মাইগ্রেশন নিয়ন্ত্রণ নিয়ে সরকারের বিল পার্লামেন্টে পাশ হওয়ার মাধ্যমে ২০১৯ সালের মার্চ থেকে ইইউ ইমিগ্র্যান্টদের ফ্রি মুভমেন্ট বাতিল করা হবে। সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী, নেট মাইগ্রেশন ২শ ৪৮ হাজার থেকে বছরে অন্তত প্রায় ১শ হাজার কমানোর ওয়াদাটিও এর মাধ্যমে বাস্তবায়ন সম্ভব হবে বলেও মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য ২০১৬ সালের ইইউ রেফারেন্ডামে ইমিগ্রেশন একটি বড় একটি ইস্যু ছিল।

Advertisement