ভাদেশ্বর উন্নয়ন সমিতি ইউকের শোকসভা ও ইফতার মাহফিল

ভাদেশ্বর উন্নয়ন সমিতি ইউকের উদ্যোগে রোববার ইস্ট লন্ডনের   একটি রেস্টুরেন্টে শোকসভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয় । সমিতির সভাপতি সামসুজ্জামান আহমদ বেলুর সভাপতিত্বে এবং সদস্য লেকচারার কাজী সাইফুর রহমান সাফিনের পরিচালনায় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ভাদেশ্বর উন্নয়ন সমিতি ইউকের সাধারন সম্পাদক আবুল কাশেম খাঁন ।
শোকসভায় বক্তব্য রাখেন ভাদেশ্বর উন্নয়ন সমিতির সহ সভাপতি নুরুল গনি, মোহাম্মদ কলা মিয়া এবং আব্দুল খালেক , কোষাধক্ষ মোহাম্মদ আলী আহমদ,  যুগ্ম সাধারন সম্পাদক ও ভাদেশ্বর মকবুল আহমদ আইডিয়েল একাডেমির প্রতিষ্টাতা মকবুল আহমদ, সমিতির সদস্য আবু সাঈদ আহমদ খাঁন ও  সায়েক আহমদ সওদাগর,  প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি মোহাম্মদ সিরাজুল ইসলাম, আতাউর রহমান, নীলুফার সৈয়দ, জুবায়ের আহমদ, হেলাল আহমদ , আনা মিয়া ও মিনহাজ উদ্দিন ।
শোকসভা শেষে ইফতার মাহফিল অনুষ্টিত হয় । এ সময় ভাদেশ্বর উন্নয়ন সমিতির  সহ সভাপতি কমর উদ্দিন মাষ্টার, বীর মুক্তিযাদ্ধা সৈয়দ মাহমুদুল হক কয়ছর, ভাদেশ্বর উন্নয়ন সমিতির যুগ্ম সম্পাদক মকবুল আহমদ চাচা ও আল হেরা হাফিজিয়া মাদ্রাসার প্রাক্তন প্রধান শিক্ষক হাফিজ মইন উদ্দিন আহমদ, আমির আলী,  মোহাম্মদ আহমদ খাঁন ও নাছিম আহমদ এর অকাল মৃত্যুতে গভীর শোক ও তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্টিত হয় ।
দোয়া পরিচালনা করেন ভাদেশ্বর উন্নয়ন সমিতির ট্রেজারার মোহাম্মদ আলী আহমদ ।

Advertisement