ভারতকে ২৮ জুন পর্যন্ত সময় দিলো আইসিসি

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিশ্বকাপের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়াকে (বিসিসিআই) ২৮ জুন পর্যন্ত সময় বেধে দিয়েছে আইসিসি। মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে আইসিসির মাসিক সভা। সেখানেই এই বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। ভার্চুয়াল এই সভায় ভারতের হয়ে উপস্থিত ছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি ও সদস্য সচিব জয় শাহ। এর আগে বিসিসআইয়ের সোমবারের সভায় সিদ্ধান্ত হয়েছিল আইসিসির কাছে তারা সময় চাইবেন। এবার আইসিসি বিসিসিআইয়ের প্রস্তাবে রাজি হয়েছে। আগামী অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। বিশ্বকাপ ভারতে আয়োজন করা সম্ভব হবে কিনা এই বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য বিসিসিআইয়ের হাতে সময় রয়েছে আর ২৭ দিন। করোনার প্রকোপের কারণে যদি বিশ্বকাপ ভারতে আয়োজন করা সম্ভব না হয় তবে এই বিশ্ব আসর আয়োজন করা হবে সংযুক্ত আরব আমিরাতে। এখানেই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে অসমাপ্ত আইপিএলের আসরের। আগামী ১৭ সেপ্টেম্বর শুরু হওয়ার কথা রয়েছে এই টুর্নামেন্ট। যদিও ১০ অক্টোবরের মধ্যে আইপিএল শেষ করার সময় বেধে দিয়েছে এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি)। বিশ্বকাপ আরব আমিরাতে আয়োজন হলেও এর আয়োজক হিসেবে থাকবে ভারত। এই বিষয়টি আগেই নিশ্চিত করেছে আইসিসি।

এদিকে বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা আইসিসির সভা শুরুর আগে বলেছেন, ‘বিষয়টি এখনো আলোচনাধীন। আমাদের প্রথম পছন্দ ভারত। এ কারণে আইসিসির কাছ থেকে আরেকটু সময় চেয়ে নিচ্ছি, এক মাসের মতো, যাতে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া যায়। জুন বা জুলাইয়ের প্রথম সপ্তাহের মধ্যে যদি ভারতের অবস্থা ভালো না হয়, তখন অবশ্যই টি-টোয়েন্টি বিশ্বকাপ সংযুক্ত আরব আমিরাতে নেওয়া হবে। যদি ভারতে পরিস্থিতির উন্নতি হয় এবং আমরা যদি পারি, তাহলে ভারতেই বিশ্বকাপ আয়োজন করব।’

Advertisement